Indian Railways : নতুন নিয়ম আনছে রেল, ট্রেনে জায়গা রাখার জন্য এই কাজটি করলেই কড়া শাস্তি

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের জন্য সবচেয়ে বেশি নির্ভরশীল ট্রেনের (Train) ওপর। যে কারণে ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে গণপরিবহনের মেরুদন্ড। তবে ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়। যদিও রেলের তরফ থেকে সেই সকল অসুবিধা শিকড় থেকে ছিড়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে।

অন্যদিকে সম্প্রতি ওড়িশার বালেশ্বরে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনার পর রেলের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। যদিও এই সকল প্রশ্নেরই নিরসন করার জন্য রেল প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিয়ত বিভিন্ন নিয়ম মেনে চলতে হয়। সেই সকল নিয়ম না মানলে কড়া শাস্তির মুখোমুখি হতে হয় যাত্রীদের।

ট্রেনে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের সবচেয়ে বেশি অসুবিধার মুখোমুখি হতে হয় সিট নিয়ে। কারণ প্রতিটি ট্রেনেই লক্ষ্য করা যায় আসন সংখ্যার তুলনায় যাত্রীসংখ্যা কয়েক গুণ বেশি। বিশেষ করে এমন কিছু রুট রয়েছে যেগুলিতে ট্রেনে যাত্রীদের বাদুড় ঝোলা হয়ে যাতায়াত করতে হয়।

এই সকল পরিস্থিতি থেকে যাত্রীরা রক্ষা পেতে সিটের মধ্যে রুমাল, বোতল ইত্যাদি রেখে জায়গা দখল করেন। নিজেদের জন্য সিট রাখার পাশাপাশি বহু ক্ষেত্রেই দেখা যায় পরিচিতদের জন্য একইভাবে সিট জবরদখল করে রাখা হয়। এই পরিস্থিতিতে যারা আগেই ট্রেনে চড়েন তারা সিটে বসতে পারেন না। এমন জবরদখল আটকানোর জন্য এবার নতুন নিয়ম আনতে চলেছে রেল।

এমনকি এই ধরনের ঘটনা নিয়ে ট্রেনের মধ্যে হামেশাই যাত্রীদের মধ্যে বিবাদ চরমে উঠতে দেখা যায়। এই সকল পরিস্থিতির নিরসন করার জন্য এবার উঠে পড়ে লাগলো রেল। ঘটনার পরিপ্রেক্ষিতে শিয়ালদাহ ডিভিশনের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, কোনরকম জিনিস রেখে ট্রেনের আসন দখল করা একেবারেই কাম্য নয়। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনা ঠেকানোর জন্য পূর্ব রেল আরপিএফ টিম ও টিকিট চেকিং টিমকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। লোকাল ট্রেনে এইভাবে সিট দখল করে রাখা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভারতীয় রেলের নিয়ম অনুসারে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে এমন কাজ করা যাত্রীদের।