বন্দে ভারতে লুডো খেলার বন্দোবস্ত, এই দুই রুটের যাত্রীদের রেলের অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) সেমি হাই স্পিড ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেনটি ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে চালু করা হয়েছে। সম্প্রতি দুটি নতুন রুটে এই ট্রেন চলাচল শুরু করেছে। নতুন দুটি রুট হল মুম্বাই ষ্টেশন থেকে সোলাপুর ষ্টেশন এবং মুম্বাই ষ্টেশন থেকে সাইনগর শিরডি। আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে একাধিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে।

অন্যদিকে সম্প্রতি যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি নতুন নতুন রুটে যাতায়াত শুরু করছে সেই সকল ট্রেনগুলি বন্দে ভারতের নতুন সংস্করণ। নতুন সংস্করণ হওয়া এই সকল ট্রেনে যাত্রীদের সফর আরও আনন্দদায়ক এবং উন্নত হবে বলে আশা রেলের। এর পাশাপাশি যাতে যাত্রীদের সফল কোনো রকম ভাবে বোরিং না হয় তার জন্য লুডো খেলার বন্দোবস্ত করেছে ভারতীয় রেল।

বন্দে ভারতে সফরের সময় যাত্রীদের বোর্ড গেম সাপ ও সিঁড়ি এবং লুডো খেলার বন্দোবস্ত করা হয়েছে দুটি ট্রেনে। মুম্বাই ষ্টেশন থেকে সোলাপুর ষ্টেশন এবং মুম্বাই ষ্টেশন থেকে সাইনগর শিরডি স্টেশন পর্যন্ত চলা ট্রেন দুটিতে এমন সুযোগ পাওয়া যাবে।

সম্প্রতি যে সকল রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে অথবা তা বাস্তবায়িত করা হচ্ছে সেগুলি উন্নত মানের বন্দে ভারত। এগুলির ভারত এক্সপ্রেস 2.0 নাম দেওয়া হয়েছে। রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে এই সকল ট্রেনে সফর আগের তুলনায় আরও উন্নত এবং রোমাঞ্চকর হবে।

এর পাশাপাশি ভারতীয় রেলের তরফ থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রতি সপ্তাহে দুটি করে বিভিন্ন রুটে বন্দে ভারত চালু করার। চলতি বছর বাজেটে রেলের জন্য আলাদা করে ২.৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দিনে বন্দে ভারত রেল পরিবহনে যুগান্তকারী পরিবর্তন এনে দেবে বলে আশা।