Intercity Express: ভারতীয় রেল দেশের অন্যান্য পরিবহন ব্যবস্থার মধ্যে বৃহৎ একটি পরিবহন ব্যবস্থা। সারাদেশে শিরা উপশিরার মত ছড়িয়ে রয়েছে ভারতীয় রেল। দেশের যেকোন প্রান্তে খুব সহজেই অল্প টাকায় পৌঁছে যাওয়া যাবে ভারতীয় রেলের সাহায্যে। আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করে ভারতীয় রেল নিজেকে আরও বেশি উন্নত করে সাজিয়ে তুলেছে এবং পরিষেবার দিক থেকেও তারা কোন অংশে কম নয়। যাত্রী সুবিধার কথা চিন্তা করে তারা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, আজকের এই প্রতিবেদনে সেইটাই আলোচনা করা হবে। যাত্রীদের যাত্রাপথে যাতে কোনরকম অসুবিধা না হয় সেই কথা বিবেচনা করেই ইন্টারসিটি (Intercity Express) ধরনের মাঝারি দূরত্বের বেশ কয়েকটি ট্রেনে অতিরিক্ত রিজ়ার্ভড কোচ সংযুক্তির কথা ঘোষণা করল পূর্ব রেল। নিত্যযাত্রীদের পক্ষে এটি হলো বাড়তি পাওনা।
প্রতিদিনই পূর্ব রেলের নিত্যযাত্রীদের একটি বড় অংশ যাতায়াত করে অফিস–আদালত বা স্কুল-কলেজে তাও আবার এই ধরনের ট্রেনে চেপে। এই ধরনের ট্রেনে চেপে যাত্রা করার সময় লক্ষ্য করা গেছে যে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে অনেক যাত্রীকেই দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এর ফলে যাত্রীদের একটি বড় অংশের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। যাতে যাত্রীদের যাত্রাপথ কিছুটা হলেও আরামদায়ক হয় এবং কষ্ট কম হয় সেই কথা মাথায় রেখেই পূর্ব রেল অতিরিক্ত কোচ সংযোজন এর সিদ্ধান্ত নিয়েছে।
আরো পড়ুন: দেশের এই স্টেশনে যাওয়া যাবে মাত্র বছরে দু’বার, এমনকি লাগবে ভিসা
পূর্ব রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, চারটি এক্সপ্রেস এবং একটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে একটি করে অতিরিক্ত চেয়ার কারের সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের ২৭ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যেই সব ক’টি ইন্টারসিটি এক্সপ্রেসগুলিতেই (Intercity Express) অতিরিক্ত কামরা লেগে যাবে। এই ট্রেনগুলো ছাড়া হাওড়া-সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেসে যুক্ত হচ্ছে একটি অতিরিক্ত এসি ৩ টিয়ার কোচ।
আরো পড়ুন: রেলের নতুন প্রচেষ্টায় উপর দিয়ে যাবে ট্রেন এবং সরে যাবে জাহাজ এলে
যেসব যাত্রীরা এই ট্রেনে যাতায়াত করতো তারা এতদিন বসে যাতায়াত করত। কিন্তু এসি ৩ টিয়ার কোচের সংযোজনের ফলে যাত্রীরা শুয়ে শুয়েও যাতায়াত করতে পারবেন। রেলের এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। অতিরিক্ত কোচের সংযুক্তির ফলে ইন্টারসিটি এক্সপ্রেসগুলির (Intercity Express) কোচের সংখ্যাও ১৩ থেকে বেড়ে ১৪ হলো।
যাত্রীদের জন্য চলতি মাস থেকেই এই সুবিধা দিচ্ছে পূর্ব রেল। হাওড়া ও সিউড়ি, দুই জায়গা থেকে ৩০শে নভেম্বর থেকে পাওয়া যাবে এই অতিরিক্ত কোচযুক্ত ট্রেন। এই ট্রেনটি ছাড়াও হাওড়া-দেওঘর-হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেসে যুক্ত হবে একটি অতিরিক্ত সাধারণ দ্বিতীয় শ্রেণীর রিজার্ভড কোচ। এই অতিরিক্ত কোচের সুবিধা কার্যকর হতে চলেছে হাওড়া থেকে ৩০ নভেম্বর এবং দেওঘর প্রান্ত থেকে ১ ডিসেম্বর থেকে।