আবার বদলাতে পারে দার্জিলিং মেলের যাত্রাপথ, কোন রুটে চলার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : ব্রিটিশদের হাত ধরে ভারতে রেল পরিষেবার (Indian Railways) সূচনা। প্রথমদিকে রেল পরিষেবা কেবলমাত্র ব্রিটিশরাই ব্যবহার করত, পরে তা সাধারণ মানুষদের জন্য চালু করা হয়। ব্রিটিশ আমলে শুরু হওয়া রেল পরিষেবা নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে। এই সকল কাহিনীর অন্যতম একটি অঙ্গ হল দার্জিলিং মেল (Darjeeling Mail)।

দার্জিলিং মেল ট্রেনটিকে নিয়ে বিভিন্ন ধরনের কাহিনী রয়েছে আর তার সঙ্গে সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, একসময় এই ট্রেনটিকে হাতি ঘোড়া দিয়েও টানা হত। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিবর্তন আসার পাশাপাশি একাধিকবার এই ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন এসেছে। এরই মধ্যে ফের একবার যাত্রাপথ পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে।

নতুন করে যাত্রাপথ পরিবর্তন করার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেল রেল বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাব পাঠানোর পরিপ্রেক্ষিতে ফের একবার দার্জিলিং মেল ট্রেনটির রুট পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রুট পরিবর্তন হলে কোন পথে তা যাতায়াত করবে তাও জানা গিয়েছে।

রেলের তরফ থেকে যদি উত্তর-পূর্ব সীমান্ত রেলের প্রস্তাব মানা হয় তাহলে দার্জিলিং মেল হলদিবাড়ির পরিবর্তে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চালানো হবে। তবে এর পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে আলাদা একটি ট্রেন দাবি করা হয়েছে। যে ট্রেনটি চলবে শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত।

যদিও দার্জিলিং মেলের রুট পরিবর্তন হবে কিনা অথবা শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত নতুন ট্রেন দেওয়া হবে কিনা তা সম্পূর্ণ আলোচনার বিষয়। কারণ গত আগস্ট মাসেই দার্জিলিং মেল হলদিবাড়ি পর্যন্ত করা হয়েছিল। সে ক্ষেত্রে এত অল্প সময়ের মধ্যে ফের একবার এই ট্রেনটির রুট পরিবর্তন করা নিয়ে অনিশ্চয়তাও দেখা দিচ্ছে।