ট্রেন থেকে নেমেই চাল-ডাল নিয়ে ফিরতে পারবেন বাড়ি, সময় কমাবে রেলের এই উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। রেলের তরফ থেকে গ্রহণ করা এই উদ্যোগ এবার কয়েক গুণ বাড়তে চলেছে। কারণ এবার বাজেটে (Budget) রেলের জন্য বিপুল পরিমাণ বরাদ্দ করা হয়েছে যা এর আগে কখনো হয়নি। এবার বরাদ্দের পরিমাণ ২.৪০ লক্ষ কোটি টাকা।

বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ পাওয়ার পরই যাত্রীদের বিভিন্ন সুবিধা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি পরিকাঠামোগত দিক দিয়েও আমূল পরিবর্তন আনার বিষয়ে তৎপরতা শুরু করেছে ভারতীয় রেল। আর সেই সকল তৎপরতার পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়ি সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে যাত্রীদের ব্যাপক সুবিধা হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।

বিপুল বরাদ্দ পাওয়ার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য ২০০০ রেলস্টেশন বেছে নেওয়া হয়েছে যে সকল রেলস্টেশনে থাকবে জন সুবিধা কনভিনিয়েন্স স্টোর। এই সকল স্টোর ২৪ ঘন্টা খোলা থাকবে। চাল, ডাল থেকে শুরু করে দুধ, ডিম সবকিছু পাওয়া যাবে এই সকল স্টোরে।

রেল স্টেশনে এই ধরনের স্টোর চালু হলে যাত্রীরা ট্রেন থেকে নেমেই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে সোজা বাড়ি ফিরতে পারবেন। বাড়ি ফিরে রান্না করার জন্য তাদের আবার বাড়ি থেকে বেরিয়ে দোকান যেতে হবে না। সবথেকে সুবিধার বিষয় হল স্টেশনে এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার ফলে যাত্রীদের মধ্যে আলাদা পিছুটান থাকছে না।

নতুন এই ধরনের উদ্যোগ নেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে। এখনো পর্যন্ত ৫৫০টি স্টেশনে ৫৯৪টি আউটলেট খোলা হয়েছে ওয়ান স্টেশন, ওয়ান প্রোডাক্ট প্রকল্পের আওতায়। বাজেটে বিপুল পরিমাণ বরাদ্দ পাওয়ার পর এই সকল বিষয় নিয়ে আরও গভীরভাবে ভাবছে রেল এবং তা বাস্তবায়িত করার পথে হাঁটছে তারা।