টিকিট কেটে ট্রেনে উঠলেও গুনতে হতে পারে জরিমানা, যদি এই নিয়ম না মানা হয়

নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের যাতায়াতের সঙ্গে অর্থাৎ পরিবহন ব্যবস্থার সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে রয়েছে রেল পরিষেবা (Indian Railways)। ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে প্রতিটি মানুষকেই নির্দিষ্ট রুটের জন্য টিকিট (Train Ticket) বুকিং করতে হয়। টিকিট বুকিং করে যাতায়াত করার ক্ষেত্রেও আবার মানতে হয় রেলের বেশ কিছু নিয়ম। সেই সকল নিয়ম অমান্য করলে মোটা অংকের জরিমানা গুনতে হয় যাত্রীদের।

রেলের এই নিয়ম অনুযায়ী যদি কোন যাত্রী টিকিট বুকিং করে ট্রেনে চড়েন অথচ নির্ধারিত নিয়ম না মানেন তাহলেও তাদের জরিমানা গুনতে হবে। এই সকল নিয়ম সাধারণ টিকিট থেকে শুরু করে মান্থলি বা বার্ষিক টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। সুতরাং টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম তা করলে হবে না। এই সকল নিয়ম সম্পর্কেও জেনে রাখা দরকার।

যেমন প্রথমেই বলতে হয় যারা মান্থলি অথবা বার্ষিক টিকিট বুক করেন তাদের কথা। তাদের টিকিটের মেয়াদ শেষ হওয়ার নির্দিষ্ট একটি দিন থাকে। মেয়াদ শেষ হওয়ার সেই দিনটি খেয়াল রাখতে হবে আর তা না হলে জরিমানার সম্মুখীন হতে হবে নিত্য যাত্রীদের।

নিত্যযাত্রীরা ছাড়া যারা ট্রেনে যাতায়াত করেন তাদের অনেককেই দীর্ঘক্ষণ আগে টিকিট বুকিং করে রাখার পর ট্রেনে সফর করে থাকেন। এই সকল ক্ষেত্রে লাগাম টানার জন্য এবার ভারতীয় রেলের তরফ থেকে নতুন একটি নিয়ম জারি করা হয়েছে। সেই নতুন নিয়ম না মানলে মোটা অংকের জরিমানা গুনতে হবে যাত্রীদের।

নতুন নিয়ম অনুসারে বলা হয়েছে যে সকল যাত্রীরা ১৯৯ কিলোমিটার পর্যন্ত যাত্রা করবেন তাদের টিকিট বুকিং করার তিন ঘন্টার মধ্যে ট্রেনে চড়তে হবে। তা না হলে জরিমানার সম্মুখীন হতে হবে যাত্রীদের। ২০০ কিলোমিটার বা তার বেশি পথ যাতায়াতের ক্ষেত্রে তিন ঘন্টার আগে টিকিট কার্যকর হবে। তবে এই নিয়ম জেনারেল টিকিট অর্থাৎ অসংরক্ষিত ক্ষেত্রে প্রযোজ্য।