দৌড়াদৌড়ির দিন শেষ, রেলের নয়া উদ্যোগে নিমেষে মিলবে ট্রেনের খালি সিট

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এমন এক গণপরিবহন যার উপর ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ গন্তব্যে পৌঁছে থাকেন। দেশের ৭ হাজারের বেশি রেলস্টেশন থেকে ১০ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন লক্ষ লক্ষ এই মানুষদের এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেয়। তবে ট্রেনে যাতায়াত করার ক্ষেত্রে যাত্রীদের কাছে সবচেয়ে বড় অসুবিধা হল সময়ে টিকিট পাওয়া।

ভারতে যাত্রী সংখ্যার তুলনায় ট্রেনের সংখ্যা কম হওয়ার কারণেই টিকিটের ব্যাপক চাহিদা থাকে। এমনকি বহু যাত্রীদের দূরপাল্লার ট্রেনের টিকিট না পেয়ে নিজেদের যাত্রা স্থগিত রাখতে হয়। এই সকল পরিস্থিতির কথা মাথায় রেখে রেলের তরফ থেকে যাত্রীদের টিকিট সংক্রান্ত সমস্যা যত দ্রুত সমাধান করা যায় তারই বন্দোবস্ত করা হচ্ছে। আবার কোচের খালি সিট পাওয়ার ক্ষেত্রেও করতে হয় দৌড়াদৌড়ি।

এবার যাত্রীরা যাতে আরও সহজে ট্রেনের টিকিট পেতে পারেন এবং খালি সিট জানতে পারেন তার জন্য নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় রেলের এই উদ্যোগের ফলে যাত্রীদের সময় বাঁচবে অনেক। নতুন এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে এবার রেলের তরফ থেকে যাত্রীদের দেখানো হবে রিজার্ভেশন চার্ট। এই রিজার্ভেশন চার্ট এবার দেখা যাবে অনলাইনে।

এতদিন এই তথ্য TTE-দের কাছে থাকার ফলে সাধারণ যাত্রীরা তা জানতে পারতেন না এবং খালি সিট প্রসঙ্গে সঠিক তথ্য পেতেন না। এবার অনলাইনে রিজার্ভেশন চার্ট দেওয়ার ফলে সেই চার্ট দেখে যাত্রীরা নিজেদের খালি সিট সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারেন। এরপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা করতে পারবেন যাত্রীরা।

অনলাইনে রিজার্ভেশন চার্ট দেখার জন্য যাত্রীদের IRCTC অ্যাপ অথবা ওয়েবসাইটে লগইন করতে হবে। সেখানে Chart Vacancy নামে একটি অপশন পাওয়া যাবে। এরপর সেখানে যেতে হবে আপনার ভ্রমণের বিবরণ অর্থাৎ ট্রেন নম্বর, যাত্রার তারিখ এবং বোর্ডিং স্টেশন ইত্যাদি। তারপর সেখানে ক্লাস এবং কোচ অনুযায়ী খালি সিট দেখিয়ে দেওয়া হবে। এর ফলে সহজেই খুঁজে পাওয়া যাবে কোচের খালি সিট। দৌড়াদৌড়ি না করে নিজের জায়গায় সহজেই বসতে পারবেন যাত্রীরা।