মাত্র ১০০ কিলোমিটার দূরত্বের জন্য এসি ট্রেন, ভারতীয় রেলের নতুন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) হল ভারতীয়দের কাছে গণপরিবহনের মেরুদন্ড। ভারতীয় নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে রেলের তরফ থেকেও সব সময় পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করে রাখার কাজ চালানো হচ্ছে। এসবের মধ্যেই এবার বাজেটে ২.৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেলের জন্য। বিপুল পরিমাণ এই অর্থ বরাদ্দ পাওয়ার পর রেলকে সাজিয়ে তোলার পরিকল্পনা আরও ত্বরান্বিত করা শুরু হয়েছে।

ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যেই যাত্রীদের নতুন নতুন পরিষেবা দেওয়ার জন্য উঠেপড়ে কাজ শুরু করা হয়েছে। এসবের মধ্যেই এবার নতুন একটি পরিকল্পনার কথা জানা যাচ্ছে ভারতীয় রেলের। আর সেই পরিকল্পনা রীতিমত যাত্রীদের স্বস্তি দেবে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী মাত্র ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যেও এসি ট্রেন চালানোর বন্দোবস্ত করছে ভারতীয় রেল।

ভারতীয় রেলের তরফ থেকে সেমি হাই স্পিড ট্রেন হিসাবে চালু করা হয়েছে বন্দে ভারত (Vande Bharat)। ইতিমধ্যেই দেশের একাধিক রুটে এই ট্রেনটি যাতায়াত করছে। এই ট্রেন কেবলমাত্র সেমি হাই স্পিড ট্রেন নয়, পাশাপাশি এটি প্রিমিয়াম ট্রেনও। এতে বিমানের মতোই সমস্ত রকম পরিষেবা পেয়ে থাকেন যাত্রীরা এবং রাজকীয়ভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন।

ভারতীয় রেলের তরফ থেকে এবার দু’ধরনের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এক ধরনের বন্দে ভারত যা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রুটে ছুটে চলেছে, আর দ্বিতীয় বন্দে ভারত ছুটবে যাত্রীদের এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেওয়ার জন্য। এই দুই শহরের দূরত্ব ১০০ কিলোমিটার বা তার কমবেশি হতে পারে।

এই বিষয়ে রেলসুত্রে যা জানা যাচ্ছে তা হল, দ্রুততর পরিবহনের জন্য ১২ কোচের বন্দে ভারত রিজিওনাল ট্রেন চালানো হবে। এমনকি মুম্বইয়ের লোকাল ট্রেন চলে যে লাইনে, সেখানে চালানো হবে ৮ কোচের বন্দে র‍্যাপিড মেট্রো। এই ট্রেনগুলি হবে সম্পূর্ণভাবে বাতানুকূল। ৩০ থেকে ৪৫ মিনিট পর পর এই ধরনের ট্রেন চালানো হবে। এমনকি এই ধরনের ট্রেন চলতি বছর জুন বা জুলাই মাসে তৈরি হয়ে যাবে বলেও জানা যাচ্ছে।