স্টেশনেই শপিং থেকে ডাইনিং, ভারতীয় রেল আনছে নয়া পরিষেবা

নিজস্ব প্রতিবেদন : স্বাধীনতার পর থেকেই ভারতের রেল পরিষেবাকে আধুনিক থেকে আধুনিকতার করার প্রচেষ্টা চালাচ্ছে সরকার। তবে এই প্রচেষ্টা গত কয়েক বছর ধরে আরও ত্বরান্বিত হয়। গত কয়েক বছর ধরে রেল পরিষেবায় নতুন নতুন প্রযুক্তি সংযুক্ত হওয়ার পাশাপাশি সংযুক্ত হচ্ছে আধুনিক থেকে আধুনিকতর ট্রেন।

প্রতিদিন দেশের প্রায় সাড়ে সাত হাজার রেলস্টেশন থেকে ২৭ হাজার ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয়। এই সকল ট্রেনের মধ্যে ২০ হাজারের বেশি ট্রেন যাত্রীবাহী। বিপুলসংখ্যক এই সকল ট্রেনে কোটি কোটি মানুষ যাত্রা করার কারণে রেল পরিষেবার উপর আলাদা গুরুত্ব দিয়ে থাকে সরকার। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শপিং থেকে ডাইনিং নানান পরিষেবা আনা হচ্ছে স্টেশনে।

ভারতীয় রেলওয়ে সূত্রে জানা যাচ্ছে, স্টেশন মানে যেখানে পানের পিক, সীমিত সংখ্যক আসন, ব্রিটিশ আমলের ফ্যান এই সকল ছবি এবার বদল ঘটছে। ইতিমধ্যেই দেশের অধিকাংশ রেল স্টেশনের এই বদল ঘটেছে। এই সকল বদলের পাশাপাশি এবার রেল স্টেশনগুলিকে মিনি শপিংমলে পরিণত করা হবে। দেশের এমন ৪০ টি রেলস্টেশনে আপাতত রুফ টপ প্লাজা তৈরি করা হবে।

এই সকল রুফটপ প্লাজায় পাওয়া যাবে জামা-কাপড় থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান, বিশাল ফুডকোর্ট, এছাড়াও ফাইন ডাইনিং পরিষেবা দেয় এমন বড় রেস্তরাঁর আউটলেট। পাশাপাশি স্টেশনে রাত কাটানোর ব্যবস্থাও করা হবে একই সময়। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপেই এই প্রকল্প রূপায়ন করা হবে। যাত্রীরা ছাড়াও বাইরে থেকে সাধারণ মানুষ এই সকল প্লাজায় প্রবেশ করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারবেন।

ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ের তরফ থেকে এই বিষয়ে নীল নকশা তৈরি করা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন রেল স্টেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম নকশা তৈরি করা হবে বলেও জানা গিয়েছে। যে সকল রেলস্টেশনগুলিকে বেছে নেওয়া হয়েছে সেই সকল রেলস্টেশনগুলির এলাকার উপর ভিত্তি করে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে।