চিন্তার দিন শেষ, রেল দিচ্ছে মাত্র ২৫ টাকায় AC রুমে রাত কাটানোর সুযোগ

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের লক্ষ্য লক্ষ্য মানুষ ট্রেনের (Train) উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। দেশের নাগরিকদের এইভাবে ট্রেনের উপর নির্ভরশীলতার কথা মাথায় রেখেই ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। ভারতীয় রেলের তরফ থেকেও প্রতিনিয়ত যাত্রীদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে নানান বন্দোবস্ত করা হয়ে থাকে।

যোগাযোগ ব্যবস্থাই বৈপ্লবিক পরিবর্তন এনে দেওয়া রেল ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই আবার যাত্রীদের বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। যেমন কুয়াশা অথবা আবহাওয়া সংক্রান্ত কোনো সমস্যা বা অন্য কোন কারণে ট্রেন লেট থাকতে দেখা যায়। ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট থাকলে যাত্রীদের প্ল্যাটফর্মেই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয়।

এমন পরিস্থিতির কথা মাথায় রেখে রেলের তরফ থেকে এমন এক উদ্যোগ নেওয়া হয়েছে যাতে যাত্রীদের আর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে বসে কাটাতে হবে না। তারা চাইলে মাত্র ২৫ টাকার বিনিময়ে এসি রুমে সেই সময় কাটাতে পারেন। চাইলে শুয়ে ঘুমিয়েও কাটানো যায়। মাত্র ২৫ টাকায় রেলের এই এসি রুমের নাম রেলওয়ে রিটায়ারিং রুম। তবে এই এসি রুম বুকিং করার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে বুকিং করতে হয়।

এই রুম বুকিং IRCTC ওয়েবসাইট থেকে করা যায়। প্রয়োজন মত যাত্রীরা সিঙ্গেল অথবা ডবল বেডরুম বুকিং করতে পারবেন। এসি অথবা নন এসি দুই ধরনেরই বন্দোবস্ত রয়েছে। এছাড়াও যাত্রীরা চাইলে ডরমেটরির বুক করতে পারবেন। রেলের এই রুম বুকিং করা যায় সর্বনিম্ন এক ঘন্টা এবং সর্বোচ্চ ৪৮ ঘন্টার জন্য।

এই রুম বুকিং করার জন্য রেলের যে নিয়ম রয়েছে তাতে একটি PNR-এ সর্বাধিক ছয় জন যাত্রী তাদের থাকার জন্য বুকিং করতে পারবেন। এই ধরনের রুম বুকিং করার ক্ষেত্রে যে খরচ হয় তার ওপর ১২ শতাংশ জিএসটি IRCTC আইআরসিটিসি। তবে একটি পুরো রুম বুকিং করার ক্ষেত্রে ১২ ঘন্টার জন্য ৫০০ টাকা এবং ২৪ ঘন্টার জন্য ১০০০ টাকা পর্যন্ত খরচ হয়। অন্যদিকে এই ধরনের রুম বুকিং করার পর যদি ট্রেন আরও লেট হয় তাহলে স্লট বৃদ্ধি করা যেতে পারে। এছাড়াও সার্ভিস চার্জ হিসাবে রিটায়ারিং রুম বুক করার জন্য ২০ টাকা সার্ভিস চার্জ নেবে, যেখানে একটি ডরমেটরি বেডের জন্য প্রতি ২৪ ঘণ্টা ১০ টাকা সার্ভিস চার্জ ধার্য করা হয়।