ট্রেনের টিকিটে আসছে বদল! হাওড়া সহ ৫ জায়গায় বন্ধ হবে প্রিন্টিং প্রেস

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) হল ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদন্ড। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেনের ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার ক্ষেত্রে প্রয়োজন হয় টিকিটের। এবার এই টিকিটের ক্ষেত্রে বদল আসছে বলেই মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় মোদি সরকার আসার পর দেশ ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগোচ্ছে। দেশের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি এবার রেলও ডিজিটালাইজেশনের দিকেই ঝুঁকেছে। রেলের লক্ষ্য হলো টিকিট ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার। এরই পরিপ্রেক্ষিতে হাওড়া সহ দেশের ৫ জায়গায় প্রিন্টিং প্রেস বন্ধের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

প্রিন্টিং প্রেস বন্ধের বিষয়ে রেলের তরফ থেকে ২০১৯ সালেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নানান জটিলতা এবং অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশন (AIRF), সাউদার্ন রেলওয়ে মজদুর ইউনিয়ন (SRMU) ও অন্য ট্রেড ইউনিয়নগুলি এর বিরোধিতা করে। ট্রেড ইউনিয়নগুলির বিরোধিতার পরিপ্রেক্ষিতে রেল এমন সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়। তবে এবার পুনরায় সেই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে রেল।

সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হাওড়া ছাড়াও এই ধরনের প্রিন্টিং প্রেস বন্ধ হতে চলেছে চেন্নাইয়ের রায়পুরম, সেকেন্দ্রাবাদ, মুম্বইয়ের বাইকুল্লা, দিল্লির শাকুরবস্তিতে। এই সকল প্রিন্টিং প্রেস বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে যে সকল কর্মীরা এখানে কর্মরত ছিলেন তাদের অন্যত্র কাজ দেওয়া হবে। ফ্যাক্টরির যন্ত্রপাতি, প্ল্যান্ট ইত্যাদির ক্ষেত্রে তাদের নিয়োগ হবে।

এর পাশাপাশি প্রেস বন্ধ হওয়ার পর সেই জমি অন্য কাজে লাগাবে রেল। অন্যদিকে এই সকল প্রিন্টিং প্রেস বন্ধ হওয়ার পর যাত্রী সংরক্ষণ ব্যবস্থা এবং অসংরক্ষিত টিকিট সিস্টেমের টিকিট, প্রিভিলেজ পাস, প্রিভিলেজ টিকিট অর্ডার ইত্যাদির প্রিন্টিংয়ের জন্য ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন বা আরবিআই অনুমোদিত সিকিউরিটি প্রিন্টারস দিয়ে আউটসোর্সিং করানো হবে।