দূরপাল্লার ট্রেনে বাড়ছে মহিলাদের নিরাপত্তা, অভিনব উদ্যোগ রেলের

শর্মিষ্ঠা চ্যাটার্জী : যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমগুলিতে মহিলাদের সুরক্ষার কথা চিন্তা করে আগে থেকেই পৃথক ব্যবস্থা ছিল। বাস-মেট্রোর ক্ষেত্রে মহিলাদের জন্য পৃথক আসন আগে থেকেই ছিল। লোকাল ট্রেনের ক্ষেত্রেও এই ব্যবস্থা আগে থেকেই চালু ছিল।

কিন্তু এবার সরকারের তরফে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে পৃথক আসনের ব্যবস্থা প্রথম করা হতে চলেছে। এই বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দূরপাল্লার ট্রেনে মহিলাদের যাত্রা আরামদায়ক করার উদ্যেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফে। বহু মহিলাই যাতায়াতের ক্ষেত্রে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের কথা চিন্তা করেই এই বিশেষ চিন্তা রেলের তরফে।

ইতিমধ্যেই এই ব্যবস্থার জন্য অর্থ বরাদ্দ হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে। তবে এই ব্যবস্থা দূরপাল্লার ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনগুলির ক্ষেত্রে চালু হতে চলেছে। স্লিপার ক্লাসে ৬টি বিশেষ বার্থ বরাদ্দ করা হয়েছে।

গরিব রথ, রাজধানী, দুরন্ত সহ আরও কয়েকটি ট্রেনে এই ব্যবস্থা চালু হতে চলেছে। ৬টি বার্থের রিজার্ভেশন কোটা মহিলাদের জন্য রাখা হয়েছে ট্রেনগুলিতে।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রবীণ এবং গর্ভবতী মহিলাদের জন্য আরও কিছু বিশেষ ব্যবস্থার কথা রেলের পক্ষ থেকে চিন্তা করা হয়েছে। তবে ঠিক কবে থেকে সেইসব নতুন ব্যবস্থার সূচনা হবে তা এখন দেখার বিষয়।