ট্রেনে ফোন চার্জ দেওয়ার নিয়মে বদল আনছে রেল

নিজস্ব প্রতিবেদন : দূরপাল্লার ট্রেনে রাতে ফোন চার্জে দিয়ে ঘুমানো যাবে না। এমনই নির্দেশিকা জারি করতে চলেছে ভারতীয় রেল। নতুন নিয়ম অনুসারে রাতে সফর করা কালীন যাত্রীদের প্লাগ থেকে চার্জার খুলে রাখতে হবে। শুধু ফোন চার্জ নয়, এর পাশাপাশি ধূমপান, দাহ্যবস্তু বহন করার ক্ষেত্রেও কড়া নজরদারি চালাবে রেল। আগামী সাত দিনের মধ্যে এই সকল ক্ষেত্রে সর্তকতা অবলম্বনে নজরদারি শুরু হবে। কিন্তু কেন?

সাম্প্রতিককালে বেশকিছু দূরপাল্লার ট্রেনে আগুন লাগার মতো ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এই সকল আগুন লাগার ঘটনা শর্ট সার্কিট থেকে হতে পারে অনুমান করছেন বিশেষজ্ঞরা। ফোন চার্জিং অথবা অন্যান্য ইলেকট্রনিক্স বস্তু চার্জিং করার সময় এমনটা হওয়ার সম্ভাবনা কম নয়। অন্ততপক্ষে রেল কর্তারা এমনটাই মনে করছেন। যার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিনের বেলায় এমন ঘটনা ঘটে থাকলে সাধারণ মানুষ এবং রেল কর্তৃপক্ষ সাবধান হওয়ার সময় পান। কিন্তু রাতে যাত্রীরা যখন ঘুমিয়ে পড়েন তখন এমন দুর্ঘটনা ঘটলেই আর নিস্তার থাকবে না। আর এর পরিপ্রেক্ষিতেই সাবধানতা অবলম্বন করে রেলের তরফ থেকে রাত্রি ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্লাগ পয়েন্ট ব্যবহার করা যাবে না এমনই নির্দেশিকা জারি করতে চলেছে।

[aaroporuntag]
প্রসঙ্গত, গত ১৩ মার্চ শতাব্দি এক্সপ্রেসে আগুন লাগে। এই ঘটনার মাত্র ছয় দিন পরে রাঁচিতে একটি মালবাহী ট্রেনে আগুন লেগে যায়। আর এই সকল আগুন লাগার কারণ হিসেবে শক সার্কিটের ঘটনাকে উড়িয়ে দিচ্ছে না রেল দপ্তর। জারি পরিপ্রেক্ষিতে সাবধানতা অবলম্বন এমন সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে বলে দাবি রেলের।