টাইমটেবিল মেনে হাওড়া স্টেশনে ঢুকবে ট্রেন, যাত্রীদের সুবিধায় নয়া পরিকল্পনা রেলের

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) গণপরিবহনের মেরুদন্ড। গণপরিবহনের এই মেরুদন্ডে দেশের যে সকল গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে তার মধ্যে একটি হল হাওড়া স্টেশন (Howrah Station)। এই স্টেশনে যাত্রীদের চাপ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে সমানভাবে টেক্কা দেয়।

হাওড়া রেল স্টেশন থেকে প্রতিদিন ১০ লক্ষের বেশি যাত্রী যাতায়াত করেন। স্টেশন থেকে প্রতিদিন অন্ততপক্ষে ২৫০ টি লোকাল ট্রেন (Local Train) এবং ২৫২ টি মেইল এবং এক্সপ্রেস ট্রেন (Train) যাতায়াত করে থাকে। বিপুলসংখ্যক এই ট্রেনের আনাগোনা নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হয় রেল কর্মীদের। বহু ট্রেনকে নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশনের কাছে পৌঁছে গেলেও প্লাটফর্ম ফাঁকা না থাকার কারণে ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতে হয়।

এই সমস্যার ফলে ট্রেন ধীরগতিতে চলে এবং সময়ের থেকে অনেক দেরিতে প্ল্যাটফর্মে ঢোকে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে চরম অসুবিধার সম্মুখীন যাত্রীরা। এই সকল সমস্যা দূর করার জন্য ভারতীয় রেলের তরফ থেকে একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলেই সঠিক সময়ে প্রতিটি ট্রেন হাওড়া স্টেশনে ঢুকবে।

ভারতীয় রেলের তরফ থেকে সঠিক সময়ে যাতে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতে পারে তার জন্য হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা বৃদ্ধি করা থেকে শুরু করে লাইন বৃদ্ধি ইত্যাদির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্লাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৪ কোচের ট্রেন যাতে দাঁড়াতে পারে তার বন্দোবস্ত করার। এছাড়াও ইয়ার্ডের ইন্টারলকিং সিগনালিং সিস্টেমের উন্নতি করা হবে যাতে ট্রেন দ্রুত স্টেশনে ঢুকতে পারে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের DRM মণীষ জৈন জানিয়েছেন, চলতি বছর ডিসেম্বর মাস নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য হাওড়া রেল স্টেশনে কাজ শুরু হয়ে যাবে। যদিও সেই পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ কবে শেষ হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে পরিকল্পনা বাস্তবায়িত হতে ২০২৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময় লাগতে পারে।