১২টি মেমু ট্রেন চালু করতে চলেছে ভারতীয় রেল, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে একসময় স্তব্ধ হয়ে যায় ভারতের গণপরিবহনের মেরুদন্ড রেল পরিষেবা। পরবর্তীতে ধীরে ধীরে সেই ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে। তবে ট্রেন পরিষেবা স্বাভাবিক হলেও অনেক রুটেই এখনো পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক হয়নি ট্রেন পরিষেবা। এমত অবস্থায় ১২টি মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।

দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে আগামী ১ মার্চ থেকে এই ১২টি মেমু ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে যে ট্রেনগুলি চালু হতে চলেছে সেইগুলি মূলত চালু হবে আদ্রা ডিভিশনে। বর্তমান পরিস্থিতিতে এই সকল ট্রেন চালু হলে স্বাভাবিকভাবেই তার স্বস্তি দেবে নিত্যযাত্রীদের।

০৮৬৮৫ খড়্গপুর থেকে আদ্রা মেমু : আগামী ১ মার্চ থেকে শুরু হবে। প্রতিদিন বিকেল ৫:০৫ মিনিটে খড়্গুপর স্টেশন থেকে ছাড়বে। আদ্রায় পৌঁছাবে রাত ৮:২৫ মিনিটে।

০৮৬৮৬ আদ্রা থেকে খড়্গপুর মেমু : আগামী ২ মার্চ থেকে শুরু হবে। প্রতিদিন সকাল ৭:১০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খড়্গপুরে পৌঁছাবে সকাল ১০:৩৫ মিনিটে।

০৮৬৬৯ আদ্রা থেকে ভোজুডিহ মেমু : ১ মার্চ থেকে শুরু হবে। রাত ১০:৪৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে রাত ১১:২৫ মিনিটে।

০৮৬৭০ ভোজুডিহ থেকে আদ্রা মেমু : ১ মার্চ থেকে শুরু হবে। রাত ৩:৪৫ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। ভোর ৪:২৫ মিনিটে পৌঁছাবে আদ্রায়।

০৮৬৬৩ আদ্রা থেকে খানুডিহ মেমু : ১ মার্চ থেকে চালু হবে। সকাল ৭:১৫ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। খানুডিহতে পৌঁছাবে সকাল ৯:৩০ মিনিটে।

০৮৬৬৪ খানুডিহ থেকে আদ্রা মেমু : ১ মার্চ থেকে শুরু হবে। সকাল ৯:৪৫ মিনিটে খানুডিহ থেকে ছাড়বে। সকাল ১১:১৫ মিনিটে আদ্রায় পৌঁছাবে।

০৮৬৬৫ ভোজুডিহ থেকে চন্দ্রপুরা মেমু : ১ মার্চ থেকে চালু হবে। সকাল ১১:৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। চন্দ্রপুরায় পৌঁছাবে দুপুর ১:২০ মিনিটে।

০৮৬৬৬ চন্দ্রপুরা থেকে ভোজুডিহ মেমু : ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। দুপুর ৩:৪৫ মিনিটে চন্দ্রপুরা থেকে ছাড়বে। ভোজুডিহতে পৌঁছাবে বিকেল ৫:১০ মিনিটে।

০৮৬৬৭ ভোজুডিহ থেকে ভাগা মেমু: ১ মার্চ থেকে পরিষেবা চালু হবে। বিকেল ৫:৩০ মিনিটে ভোজুডিহ থেকে ছাড়বে। সন্ধ্যা ৬:০৫ মিনিটে পৌঁছাবে ভাগায়।

০৮৬৬৮ ভাগা থেকে আদ্রা মেমু : ১ মার্চ থেকে শুরু হবে। ভাগা থেকে ছাড়বে সন্ধ্যা ৬:১৫ মিনিটে। আদ্রায় পৌঁছাবে সন্ধ্যা ৭:২৫ মিনিটে।

০৮৬৭২ ভাগা থেকে আদ্রা মেমু : ১ মার্চ থেকে পরিষেবা শুরু হবে। ভাগা থেকে ছাড়বে দুপুর ২:৫০ মিনিটে। আদ্রায় পৌঁছাবে বিকেল ৪:০৫ মিনিটে।

০৮৬৭১ আদ্রা থেকে ভাগা মেমু : ১ মার্চ থেকে শুরু হবে পরিষেবা। দুপুর ১:২০ মিনিটে আদ্রা থেকে ছাড়বে। ভাগায় পৌঁছাবে দুপুর ২:৩০ মিনিটে।