খুব তাড়াতাড়ি চালু হবে ২৫টি বন্দে ভারত এক্সপ্রেস, চলবে এই সকল রুটে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। লক্ষ লক্ষ মানুষের এই যাতায়াতকে ঘিরে রেলের তরফ থেকে যাত্রীদের সমস্ত রকম স্বাচ্ছন্দ এবং নিরাপত্তা দেওয়ার চেষ্টা চালানো হয়। ট্রেনের এই গুরুত্বের কথা মাথায় রেখে ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়।

এবার এই ট্রেনে সফর করা যাত্রীদের জন্য ভারতীয় রেল নতুন সুখবর নিয়ে হাজির। নতুন সুখবর হিসেবে খুব তাড়াতাড়ি ২৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে। ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে এই ২৫ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ট্র্যাকে নামানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একসঙ্গে এত সংখ্যক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা ভারতীয় রেলে নতুন যুগের সূচনা করবে।

নতুন যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি তৈরি করা হচ্ছে সেই ট্রেনগুলির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৮০ কিলোমিটার। যদিও সর্বোচ্চ ঘন্টায় ১৬০ কিলোমিটার গতি বেগে চালানোর সম্মতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশে মোট চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে এবং তাদের মধ্যে দুটি নতুন জেনারেশনের।

এই ২৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কোন কোন রুটে চালানো হবে তা নিয়ে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কোন সিদ্ধান্তের কথা জানানো না হলেও পাঁচ নম্বর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কোন রুটে চালু হবে তা জানা গিয়েছে। পাঁচ নম্বর মধ্যে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালানো হবে চেন্নাই থেকে মাইসোর পর্যন্ত। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO ভি.কে. ত্রিপাঠি সম্প্রতি ট্রেনের কাজ খতিয়ে দেখেছেন।

বাকি রুটগুলি সম্পর্কে রেল বোর্ডের তরফ থেকে নিশ্চিত ভাবে কিছু বলা না হলেও পশ্চিমবঙ্গের কপালে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন জুটতে পারে বলে জানা যাচ্ছে। নতুন যে সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি করা হয়েছে সেগুলিতে রয়েছে অটোমেটিক দরজা, বসার আসন ১৮০ ডিগ্রী ঘোরে, রিডিং লাইট, ব্যক্তিগতকৃত এসি ভেন্ট রয়েছে। এই ট্রেনে রয়েছে কবচ, যা অ্যান্টি ট্রেন সংঘর্ষের কাজ করে।