রেল সফরের অভিজ্ঞতা বদলাতে রেলের নতুন পরিকল্পনা, যাত্রীদের কাছে অভাবনীয়

দুর্দান্ত খবর ট্রেনযাত্রীদের জন্য। বিশেষ করে ভ্রমণকারী ব্যক্তিদের জন্য এই খবর। সম্প্রতি নতুন বছরে পশ্চিমবঙ্গে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। খুব কম সময়ে গন্তব্যস্থলে যাত্রীদের পৌঁছে দিয়ে সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই ট্রেন। নতুন অর্থবর্ষে এই বন্দে ভারত এক্সপ্রেস বৃদ্ধি করার কথাই ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।

সম্প্রতি সেই বিষয়ে ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) যাত্রীদের বিভিন্ন রকম সুবিধা দেওয়ায় যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর সেই সব দিক ভেবেই নতুন অর্থবর্ষের বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রেলের জন্য কয়েক কোটি টাকা ব্যয় করার কথা জানান।

তারপরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, নতুন অর্থবর্ষের বাজেট অনুযায়ী আগামী অর্থবর্ষের শেষের দিকে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি করে বন্দে ভারত তৈরি করা হবে। ফলে প্রতি অঞ্চলেই পৌঁছে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। উল্লেখ্য, ২০২৩ সালের প্রথম দিনেই যাত্রী নিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। যার সূচনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন। যা রুট হল বিশাখাপত্তনম থেকে সেকেন্দ্রাবাদ।

এছাড়া এও জানা গিয়েছে যে, ১০ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে আরো দুটি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে যার রুট মুম্বাই-শিড়ডি এবং মুম্বাই-সোলাপুর। অন্যদিকে জানা গিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩ থেকে ২৪ সালের অর্থবর্ষের বাজেটে রেলের জন্য ২.৪০ লাখ কোটি টাকা ব্যয় করার ঘোষণা করেছে। আর তারপরেই বন্দে ভারত নিয়ে নয়া উদ্যোগের কথা জানিয়েছে রেলমন্ত্রী।

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, তাদের সাপ্লাই চেইন এবং উৎপাদন বাড়াতে হবে। ফলে সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে একটি করে তৈরি হচ্ছে বন্দে ভারত। তবে চারটি কারখানা একসাথে চালু হলে আগামী অর্থবর্ষের শেষের দিকে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি করে তৈরি হবে বন্দে ভারত। যা যাত্রীদের দুর্দান্ত সুবিধা দেবে। যাত্রীদের দূরবর্তী স্থানে যাতায়াতের আর সমস্যা হবে না।