ঠাকুরনগরের মেলা উপলক্ষে বিশেষ ট্রেন, কোথায় কোথায় দাঁড়াবে, রইল তালিকা

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) এমন এক গণমাধ্যম যার উপর নির্ভর করে প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। মূলত সস্তায় যাতায়াত এবং স্বাচ্ছন্দে যাতায়াতের জন্যই রেল পরিষেবাকে বড় অংশের যাত্রীরা বেছে নেন। এছাড়াও কম সময়ে একসঙ্গে বহু মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার জন্য রেল পরিষেবার তুলনা হয় না।

যে কারণে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অথবা সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সকল মেলার আয়োজন করা হয় সেখানে বহু ক্ষেত্রেই রেলকে আলাদা করে ট্রেন অর্থাৎ বিশেষ ট্রেন দিতে দেখা যায়। সেই রকমই এবার মতুয়াদের ঠাকুরনগরের মেলার জন্য বিশেষ ট্রেন দেওয়ার বন্দোবস্ত করা হলো। রবিবার রয়েছে এই মেলা আর তার আগেই রেলের তরফ থেকে বিশেষ ট্রেনের ঘোষণা করে দেওয়া হয়েছে।

মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের জন্ম তিথি উপলক্ষে আগামী রবিবার রয়েছে ঠাকুরনগরে বিশাল মেলা। এই মেলা উপলক্ষে ঠাকুরনগর থেকে কাঠগোদামের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। কাঠগোদাম থেকে বৃহস্পতিবার সকাল ১০টার সময় বিশেষ এই ট্রেনটি ছাড়বে। ট্রেনটি শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় এসে পৌঁছাবে ঠাকুরনগরে।

এরপর সোমবার ওই ট্রেনটি পুনরায় দুপুর সাড়ে ১২টায় ঠাকুরনগর থেকে কাঠগোদামের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি বুধবার রাত আড়াইটার সময় পৌঁছাবে কাঠগোদাম। যাতে বিভিন্ন রাজ্য থেকে মতুয়া ধর্মাবলম্বীরা ঠাকুরনগরের আমবারুনিতে যোগ দিতে পারেন তার জন্য এই বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে।

ট্রেনটি যাত্রা পথে যে সকল রেল স্টেশনে স্টপেজ দেবে সেগুলি হল কলকাতা, ডানকুনি, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদহ। মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ মালকানগিরি, দণ্ডকারণ্য, মহারাষ্ট্রের অপিশরী, দিল্লি, বিহার প্রভৃতি জায়গা থেকে এসে থাকেন। এই সকল পুন্যার্থীদের জন্য এই বিশেষ ট্রেন অনেক সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।