করোনায় বিশ্বের তৃতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে ভারতে মৃত্যু সংখ্যা বেশি

নিজস্ব প্রতিবেদন : একটা সময় ছিল যখন করোনা সংক্রমণে ভারতকে অন্যান্য দেশের তুলনায় বিশ্বে অনেকটা স্থিতিশীল অবস্থায় দেখা গিয়েছিল। তারপর ধীরে ধীরে ভারত চলে আসে ১ থেকে ১০-এর মধ্যে, আর এখন দেখতে দেখতে ভারত করোনা সংক্রমণে বিশ্বের চতুর্থ তালিকায় উঠে এসেছে, ভারতের আগেই রয়েছে রাশিয়া। তবে সংক্রমণের বিচারে রাশিয়া ভারতের আগে থাকলেও ভারতে মৃতের সংখ্যা রাশিয়ার তুলনায় অনেক বেশি।

করোনা সংক্রমণে বিশ্ব তালিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৩ ই জুন যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা গিয়েছে ভারতে মোট সংক্রমণের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩। অন্যদিকে রাশিয়ায় সংক্রমণের সংখ্যা ৫ লক্ষ ২০ হাজার ১২৯। জনঘনত্বের বিচারে ভারতে সংক্রমণ অনেক কম রাশিয়া তুলনায়। কিন্তু ভারতে মৃতের সংখ্যা সংক্রমণের তুলনায় রাশিয়ার থেকে অনেক বেশি। এমনকি করোনা সংক্রমণে বিশ্বে মৃতের সংখ্যার তালিকায় ভারত রয়েছে ৯ নম্বরে। অথচ রাশিয়া ১ থেকে ১০-এর মধ্যে নেই।

করোনায় বিশ্বে মৃতের তালিকা

রাশিয়ার সাথে ভারতের করোনা সংক্রমণের তুলনা

শেষ আদমশুমারি অনুযায়ী রাশিয়াতে জনসংখ্যা ১৪.৪৫ কোটি। আর ভারতে জনসংখ্যা হল ১৩৫.২৬ কোটি। সে তুলনায় রাশিয়াতে ইতিমধ্যেই ৫ লক্ষ ২০ হাজার ১২৯ ফোন করোনা সংক্রামিত হয়েছেন। আর ভারতে সংক্রামিত ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩ জন।সুতরাং সংক্রমণের বিচারে ভারত রাশিয়ার থেকে বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে। রাশিয়াতে প্রতি ১০ লাখে করোনা আক্রান্ত ৩,৫৬৪ জনের কাছাকাছি। আর ভারতে প্রতি ১০ লক্ষে ২২৮ জনের কাছাকাছি করোনা আক্রান্ত।

মৃত্যুর সংখ্যায় রাশিয়ার সাথে ভারতের তুলনা

ভারতে করোনায় মৃতের সংখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জুন মাসের ১৩ তারিখের রিপোর্ট অনুযায়ী রাশিয়াতে ৫ লক্ষ ২০ হাজার ১২৯ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে প্রাণ হারিয়েছেন ৬৮২৯ জন। সুতরাং রাশিয়াতে মৃতের হার হল ১.৩১%। আর ভারতে ওই একই দিনের রিপোর্ট অনুযায়ী ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮৮৮৪ জন। সুতরাং ভারতে মৃতের হার ২.৮%। মৃতের হার এবং সংখ্যা এই দুই নিরিখেই ভারত রাশিয়া থেকে অনেক এগিয়ে।

রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা

আর এই পরিসংখ্যান সামনে আসার পর বিশেষজ্ঞ মহলের দাবি, মৃতের হার ও সংখ্যা নিয়ে ভারতের আত্মতুষ্টির আর জায়গা নেই। কারণ রাশিয়ায় এত এত মানুষ করোনা আক্রান্ত হয়েও যেভাবে তারা মৃত্যুকে রুখে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সে জায়গায় ভারতকে আরও সচেষ্ট হতে হবে, টেস্টে সংখ্যা আরও বাড়াতে হবে, চিকিৎসা ব্যবস্থার দিকে আরও নজর দিতে হবে যাতে মৃত্যুর হার কমানো যায়।