ভারতের প্রথম বেসরকারি ট্রেন ; জেনে নিন ট্রেনের রুট ও খুঁটিনাটি

নিজস্ব প্রতিবেদন : এবার ভারতে চালু হতে চলেছে বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত রেল পরিষেবা। যদিও রেলের এই বেসরকারীকরণের বিরুদ্ধে সোচ্চার রেলের কর্মী সংগঠনগুলি। কিন্তু সেসবকে তোয়াক্কা না করেই খুব তাড়াতাড়ি ভারতে চালু হতে চলেছে বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত রেল পরিষেবা।

Source

তেজস এক্সপ্রেস প্রথম ভারতে বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত ট্রেন রূপে পরিগণিত হবে। দিল্লি এবং লখনৌ এই দুই শহরের মধ্যে চলবে এই ট্রেনটি। ওপেন বিডিং পদ্ধতির মাধ্যমে ভারতীয় রেল এই ট্রেনটিকে বেসরকারি সংস্থার হাতে ছেড়ে দিবে। আর আগামী দিনে এরকমই আরো একটি রুট খোঁজা হচ্ছে ভারতীয় রেলের তরফে, যে রুটেও আরও একটি ট্রেনকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে।

সূত্র মারফত জানা গিয়েছে, বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত এই ট্রেন তেজস আগামী ১০০ দিনের মধ্যেই তার পরিষেবা চালু করবে। প্রসঙ্গত, তেজস অথবা আরও একটি যে রুট বেছে নেওয়া হবে বেসরকারি সংস্থা দ্বারা পরিচালনা করার জন্য সেই দুটি রুটের যাত্রাপথ ৫০০ কিলোমিটারের মধ্যেই যাতায়াত করবে।

Source

বেসরকারি এই রেল পরিষেবাকে বিলাসবহুল ভাবে সাজানো হয়েছে। ট্রেনে থাকবে ওয়াইফাই, বই পড়ার জন্য আলো, আরামদায়ক গদিমোড়া বসার আসন, বিমানের মত ব্যক্তিগত এলইডি স্ক্রিন যেখানে বিনোদন ও তথ্য সবই ইচ্ছামত পাবেন যাত্রীরা, বায়ো টয়লেট, মোবাইল চার্জের জন্য পয়েন্ট সহ আরও নানা সুবিধা। আরও উল্লেখযোগ্য, রেলওয়ে কর্তৃপক্ষ সেই রুটকেই বেসরকারি হাতে দিচ্ছে যে রুট ২টি পর্যটন ক্ষেত্রকে জুড়বে।

Source

রেলের তরফ থেকে জানা গিয়েছে, এই তেজস এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন দিল্লি ও লখনৌ-এর মধ্যে চলাচল করবে। সকাল ৬টা ৫০ মিনিটে লখনউ থেকে ছেড়ে দুপুর ১টা ৩৫ মিনিটে দিল্লি পৌঁছবে। আর দিল্লি থেকে বিকেল ৩টে ৩৫ মিনিটে ছেড়ে লখনউ জংশন পৌঁছবে রাত ১০টা ৫ মিনিটে। রবিবার এবং বৃহস্পতিবার দুদিন ট্রেন চলবে না।

ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত পরীক্ষামুলকভাবে বেসরকারি সংস্থা দ্বারা রেল চালিয়ে দেখা হচ্ছে। তবে বেসরকারি সংস্থার সাথে তেজস এক্সপ্রেসকে তুলে দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হয়েছে রেলের অনেক কর্মী সংগঠন। তবে সেই সমস্ত আন্দোলনকে গুরুত্ব দিতে নারাজ রেল কর্তৃপক্ষ।