গঙ্গার নিচের পর এবার জলের উপর! চালু হচ্ছে ভারতের প্রথম ওয়াটার মেট্রো

নিজস্ব প্রতিবেদন : মেট্রো পরিষেবায় দিন দিন ভারত এগিয়ে চলেছে। বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে পাল্লা দিয়ে মেট্রো পরিষেবা দেশের বিভিন্ন শহরকে জুড়ে দিচ্ছে। মেট্রো পরিষেবায় ইতিমধ্যেই একের পর এক যুগান্তকারী পদক্ষেপ আমরা দেখতে পেয়েছি। আর এবার সেই সকল যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসাবে দেশে প্রথম চালু হতে চলেছে ওয়াটার মেট্রো (India’s first Water Metro in Kochi)।

আগামী মঙ্গলবার দেশে প্রথম ওয়াটার মেট্রো চালু হবে। দেশের প্রথম এই ওয়াটার মেট্রো চালু হবে কেরলে। ঐদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরলের কোচি থেকে দেশের প্রথম এই ওয়াটার মেট্রো জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। দেশের প্রথম এই ওয়াটার মেট্রো নিয়ে রবিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারই বিজয়ন টুইট করে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন।

পিনারই বিজয়ন জানিয়েছেন, “কেরালার স্বপ্নের এই প্রকল্প কোচি এবং তার আশেপাশের ১০টি দ্বীপকে সংযুক্ত করবে।” এই ওয়াটার মেট্রো প্রচলিত মেট্রো পরিষেবার অভিজ্ঞতা ও স্বাচ্ছন্দের বিচারে কোন অংশে কম নয় বলেই জানা যাচ্ছে। বিশেষ করে কোচির মতো বন্দর শহরে এই ওয়াটার মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে।

ওয়াটার মেট্রো চালু হবে একগুচ্ছ শীততাপ নিয়ন্ত্রিত নৌকার মধ্য দিয়ে। এই ওয়াটার মেট্রো সড়ক পরিবহনের যানজট থেকে সাধারণ মানুষদের রক্ষা করবে। এর পাশাপাশি এই পরিবহণ ব্যবস্থা অনেক সুরক্ষিত এবং সাশ্রয়ী হবে বলেও জানা যাচ্ছে। প্রথম ধাপে এই পরিসেবা চালু হচ্ছে হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল থেকে ভিটিলা-কাক্কানাড় টার্মিনাল পর্যন্ত। ওয়াটার মেট্রো টিকিট ডিজিটাল প্লাটফর্মে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

ব্যাটারি চালিত বৈদ্যুতিক হাইব্রিড নৌকার মাধ্যমে ১০টি দ্বীপকে সংযুক্ত করা হবে ওয়াটার মেট্রো পরিসেবার মধ্য দিয়ে। এর জন্য ৭৮ টি বৈদ্যুতিক নৌকা এবং ৩৮ টি টার্মিনালের ব্যবস্থা করা হয়েছে। দেশের প্রথম ওয়াটার মেট্রো পরিষেবার জন্য খরচ করা হয়েছে ১,১৩৬.৮৩ কোটি টাকা।