Inflation Eats Savings: অর্থনীতি সম্পর্কে বোঝা অত সহজ নয়, খুবই কঠিন বিষয় এটি। সময় যত এগিয়ে যাবে পণ্য এবং পরিষেবা দুইয়ের দাম বাড়তে থাকবে। বিগত কয়েক বছর আগে যে সমস্ত পণ্যের দাম কম ছিল আজকে সেই সমস্ত পণ্যের দাম হিসেব করে দেখলে আকাশছোঁয়া। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কয়েক বছর আগে পর্যন্তও সিনেমার টিকিট ছিল খুবই সস্তা। এখন সিনেমা হলে টিকিট কাটতে গেলে অবাক হয়ে যেতে হবে। কখনো ভেবে দেখেছেন কি রেটে এবং কি হারে মুদ্রাস্ফীতি হচ্ছে? টাকার ভবিষ্যৎ মূল্য যখন বিচার করতে চাই তখনই অবাক হয়ে যেতে হয়।
ধরুন বর্তমান সময়ে কোন মানুষের কাছে যদি এক কোটি টাকা থাকে তাহলে সে ভবিষ্যৎ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত। কিন্তু সত্যিই কি এতটা নিশ্চিত হওয়া যায়? ভবিষ্যতে এই এক কোটি টাকার আদৌ কতটা মূল্য থাকবে সেটা নিয়ে আসল প্রশ্ন। বর্তমানে আপনি এক কোটি টাকা দিয়ে লাক্সারি লাইফ স্টাইল কাটাতে পারবেন। কিন্তু ভবিষ্যতের জন্য তা কখনোই সম্ভবপর নয়। মুদ্রাস্ফীতির কারণে যতদিন যাবে ততই কমে যাবে টাকার মূল্য। আজকে যদি যথেষ্ট পরিমাণ টাকা কারো কাছে থাকে তাহলে ভবিষ্যতে যে তার খুব ভালো কাটবে (Inflation Eats Savings) সেটা কেউ বলতে পারে না।
১ কোটি টাকার একটি ব্যাঙ্ক ব্যালেন্স মানে যেকোন মানুষের কাছে বিশাল বড় ব্যাপার। সে নিজের ভবিষ্যৎ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত। এই এক কোটি টাকা আদৌ কি ভবিষ্যতে আপনার অর্থের চাহিদাকে মেটাতে পারবে? এর কারণ মুদ্রাস্ফীতি সময়ের সঙ্গে সঙ্গে টাকার মূল্যকে ক্ষয় (Inflation Eats Savings) করে। ধরুন একটি গাড়ির দাম আজ ১০ লক্ষ টাকা হয়, তাহলে সম্ভবত ১৫ বছরে এটির দাম অনেক বেশি হবে।
আরও পড়ুন:India Foreign Reserve: দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কতটা কমলো, জানুন বিস্তারিত আজকের প্রতিবেদনে
একটু ঠান্ডা মাথায় বিবেচনা করলেই বুঝতে পারবেন যে দশ বা পনের বছর আগে খাবার বা ভাড়ার জন্য যতটা টাকা ব্যয় করা হতো বর্তমানে তার অনেক বেশি টাকা ব্যয় হচ্ছে। এর থেকেই বোঝা যাবে যে কীভাবে মুদ্রাস্ফীতি টাকার মূল্য একটু একটু করে হ্রাস (Inflation Eats Savings) করছে। এখন বলুন তো, ১০, ২০ বা ৩০ বছরে ১ কোটি টাকার মূল্য কত হবে? ইনফ্লেশন ক্যালকুলেটরে হিসাব করলে চমকে যেতে হবে। মূল্যস্ফীতির হার ৬ শতাংশ ধরে নিলে দশ বছর পর ১ কোটি টাকার মূল্য কমে ৫৫.৮৪ লক্ষ টাকা হবে। মূল্যস্ফীতির প্রভাব দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং বিনিয়োগের উপর কঠোরভাবে প্রভাব বিস্তার করে।
কুড়ি বছর বাদে ৬ শতাংশ মূল্যস্ফীতি সহ, ১ কোটি টাকার মূল্য হবে আনুমানিক ৩১.১৮ লক্ষ টাকা। শুনলে আরও অবাক হয়ে যাবেন যে, এই নিয়মেই প্রায় তিরিশ বছর পর, ১ কোটি টাকার মূল্য প্রায় ১৭.৪১ লক্ষ টাকা। আর্থিক বিশেষজ্ঞরা এই কারণেই পরামর্শ দিয়েছেন যে, অবসর পরিকল্পনায় মাঝারি থেকে দীর্ঘমেয়াদি টাকার মূল্যের এই ‘পতন’ সম্পর্কে সচেতন থাকতে হবে সবাইকে। বর্তমান ক্রয় ক্ষমতার ওপর ভিত্তি করে মানুষেরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে থাকে, এই পদ্ধতি একেবারেই ভুল। অর্থনীতির বিশেষজ্ঞরা বলেছেন যে, সময়ের সঙ্গে সঙ্গে টাকার মূল্য কমবে তাই সেই কথা মাথায় রেখে বিনিয়োগ করতে হবে। কোন বিনিয়োগ যদি ছয় শতাংশ রিটার্ন দেয় তাহলে কোন লাভ হচ্ছে না। লাভের গুড় খেয়ে নিতে চলেছে সেই মূল্যস্ফীতি।