সরকারি বাসে যেকোনো প্রান্তে যাতায়াত হবে এক স্মার্টকার্ডে, অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

নিজস্ব প্রতিবেদন : সরকারি বাসে যাতায়াতের ক্ষেত্রে রাজ্য সরকার স্মার্টকার্ড আনার ঘোষণা করেছে। এবার এই স্মার্টকার্ড ব্যবহার করে যাতে যাত্রীরা রাজ্যের যেকোন প্রান্তে সরকারি বাসে যাতায়াত করতে পারেন তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে বাসে যাতায়াত করার জন্য যে স্মার্টকার্ড চালু করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে সুবিধা হবে উভয় পক্ষের।

বাসে যাতায়াত করার ক্ষেত্রে স্মার্টকার্ড ব্যবহার করার ফলে টিকিটের প্রয়োজন হবে না। স্মার্টকার্ড দেখিয়েই যাত্রীরা সরকারি বাসে রাজ্যের যেকোন প্রান্তে যাতায়াত করতে পারবেন। স্মার্টকার্ড রিচার্জ করে রাখতে হবে যাত্রীদের। এর ফলে রাজ্য সরকারের আয় অনেকটা বাড়বে। রাজ্য সরকারের আয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যাত্রীরাও রিচার্জের সময় বিশেষ ছাড় পাবেন।

এর পাশাপাশি যাত্রীরা আরও একাধিক সুবিধা পাবেন এই স্মার্ট কার্ড চালু হওয়ার পরিপ্রেক্ষিতে। যেমন বাসের টিকিট বুক করার জন্য লাইন দিতে হবে না। এক জায়গা থেকে অন্য জায়গায় বাস পরিবর্তনের সময় বারবার টিকিট কাটতে হবে না ইত্যাদি। দুপক্ষের এই সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার এই প্রক্রিয়া দ্রুত চালু করার ব্যবস্থা গ্রহণ করছে।

পাশাপাশি এই স্মার্টকার্ড ব্যবস্থা চালু হলে এই ব্যবস্থায় দেশে প্রথম চালু হবে বলে দাবি করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, “এই ব্যবস্থা চালু হলে দেশের মধ্যে আমরাই প্রথম এই ব্যবস্থা চালু করব। সব দিক খতিয়ে দেখে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে জানা যাচ্ছে, এই ধরনের স্মার্টকার্ড তৈরি করা, সোয়াইপ মেশিন তৈরি করা এবং সেগুলির রক্ষণাবেক্ষণও বিতরণের দায়িত্বে থাকবে কোন বেসরকারি সংস্থা। সেই সংস্থার উপর সমস্ত দায়িত্ব দেওয়া হবে, সরকার কেবলমাত্র এই সকল ক্ষেত্রে অনুমোদন দেবে।