নিজস্ব প্রতিবেদন : পূর্ব লাদাখের গালওয়ান ভারত চীন সংঘাতের পর মোবাইল অ্যাপ নিয়ে দেশের মানুষ স্বদেশীপণার দিকে ঝুঁকছে। একদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর হওয়ার আহ্বান। এই দুয়ের ডাকে ভারতীয় বাজারে একের পর এক স্বদেশী অ্যাপ আসতে দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রকে অবলম্বন করে। ঠিক তেমনি এবার বীরভূমবাসীদের সুখবর দিয়ে বীরভূমে লঞ্চ হল সম্পূর্ণ নতুন ধরনের গরমাগরম খাবার হোম ডেলিভারি দেওয়ার অ্যাপ।
এই অ্যাপটির নাম হল ‘InOne’। অ্যাপটি লঞ্চ করা হয়েছে চলতি বছর মে মাসের ৩০ তারিখ। দেশে লকডাউন চলাকালীন বীরভূমের সিউড়ির বাসিন্দাদের বাড়ি বাড়ি গরমাগরম খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই অ্যাপ লঞ্চ করা হয়। ইতিমধ্যেই অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই যারা বাড়িতে খাবার ডেলিভারি নিতে চান পেয়ে যাবেন। ডেলিভারি নিতে গ্রাহকদের গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর বিনামূল্যে হোম ডেলিভারি পাওয়া যাবে আপনার অর্ডার করা গরমাগরম খাবারের।
InOne অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য
গরমাগরম খাবার বাড়িতে ডেলিভারি পাওয়ার জন্য এর আগেও অনেক অ্যাপ বাজারে এসেছে। তবে সেগুলি বড় বড় শহরের ক্ষেত্রে কার্যকর, বীরভূমের মত প্রত্যন্ত এলাকার ক্ষেত্রে এই সকল অ্যাপ গ্রাহকদের চাহিদা মেটাতে পারেনা। সেই জায়গায় এই অ্যাপ এই সকল গ্রাহকদের চাহিদা মেটাতে সক্ষম।
এই অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করার জন্য প্রথমেই গ্রাহককে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। (অ্যাপের লিঙ্ক- https://bit.ly/2XwFRqh)
এরপর গ্রাহককে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। অ্যাকাউন্ট বানানো খুবই সহজ, কেবলমাত্র মোবাইল নম্বর দিলেই তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট করার সময় গ্রাহকদের দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যেটির মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি সম্ভব হবে।
পরবর্তী পর্যায়ে গ্রাহকদের যেখানে হোম ডেলিভারি নিতে চান তার ঠিকানা দিতে হবে। দিতে হবে ইমেল আইডি।
২০০ টাকার উপরে সমস্ত রকম খাবার ডেলিভারিতে কোন রকম চার্জ লাগবেনা। অর্থাৎ ২০০ টাকার উপরে বিনামূল্যে হোম ডেলিভারি পাবেন গ্রাহকরা।
অর্ডার দেওয়া এবং হোম ডেলিভারি দেওয়া দুপুর ১২ টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত কার্যকর। আর অর্ডার দেওয়ার পর মাত্র ৪৫ মিনিটের মধ্যে গ্রাহকদের বাড়িতে পৌঁছে যাবে গরমাগরম খাবার।
আপাতত লঞ্চিং অফার হিসাবে খাবারের ক্ষেত্রে ১০% ছাড় দেওয়া হচ্ছে। আর এই অ্যাপের সাথে সংযুক্ত হয়েছে সিউড়ি শহরের সমস্ত নামিদামি হোটেল ও রেস্টুরেন্ট।
‘InOne’ অ্যাপের কর্ণধার সজল খাঁ জানিয়েছেন, “খাবার হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে বীরভূমে আমরাই প্রথম কোন অ্যাপ নিয়ে এসেছি যা একেবারে আন্তর্জাতিক মানের। বর্তমানে আমরা এই হোম ডেলিভারি দেওয়ার কাজ সিউড়ি শহরের মধ্যেই চালু করেছি। আগামী দিনে এই প্রকল্পকে জেলাজুড়ে এবং পরবর্তী পর্যায়ে আরও বড় ভাবে পার্শ্ববর্তী জেলাগুলিতেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। সিউড়ী শহর বাদে বাকি অন্যান্য জায়গাগুলিতেও খুব দ্রুত ডেলিভারি চালু করার সুখবর খুব তাড়াতাড়ি আসবে জেলাবাসী ও রাজ্যবাসীদের কাছে।”