রাজমিস্ত্রির স্ত্রী থেকে বিধায়ক, চন্দনার জয়ে অভিনন্দনের বন্যা সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পরেই রাজ্য রাজনীতির অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন বিজেপির দুই প্রার্থী বাঁকুড়ার শালতোড়ার চন্দনা বাউরী এবং পূর্ব বর্ধমানের আউসগ্রামের কলিতা মাঝি। চন্দনা বাউরী সামান্য একজন রাজমিস্ত্রির স্ত্রী এবং কলিতা মাঝি পেশায় পরিচারিকা। আর এই দুজনের মধ্যে কলিতা মাঝিকে নির্বাচনে পরাজিত হতে হলেও চন্দনা বাউরি জয় হাসিল করে রাজ্য রাজনীতিতে নজর কেড়েছেন এবং তাকে ঘিরে অভিনন্দনের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।

বাঁকুড়া শালতোড়া বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে এবার চন্দনা বাউরী পেয়েছেন ৯১৬৪৮টি ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী তৃণমূলের সন্তোষ কুমার মন্ডল পেয়েছেন ৮৭৫০৩টি ভোট। অর্থাৎ চন্দনা বাউরী ৪১৪৫ ভোটের ব্যবধানে নিজের জয় হাসিল করে নিয়েছেন।

একুশের বিধানসভা নির্বাচনের রাজ্যজুড়ে যখন সবুজের বন্যা বইছে সেই সময়ই তার উপর বিজেপি নেতৃত্ব যেভাবে ভরসা রেখেছিলো সেই ভরসাকে ব্যর্থ হতে দেননি তিনি। রাজনীতির কূলগোত্রহীন হয়েও, সামান্য একজন রাজমিস্ত্রির স্ত্রী হয়েও সামনে থাকা পোড়-খাওয়া নেতা-নেত্রীদের হারিয়ে তার এমন জয় বেশ তাৎপর্যপূর্ণ। আর তার এই জয়কে একজন সাধারণ মহিলার অসাধারণ জয় হিসেবেই দেখছেন সকলে।

চন্দনা বাউরির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে স্বামী, দুই সন্তান এবং শ্বাশুড়িকে নিয়ে খড়ের এক ঘরেই বাস করেন। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে চন্দনা বাউরী নিজেও তার স্বামীর সাথে রাজমিস্ত্রির কাজে জোগাড়ের অর্থাৎ লেবারের কাজ করেন। এক চিলতে খড়ের ঘর ছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের একটি বাড়ি তারা পেয়েছেন, কিন্তু তা বর্তমানে অর্ধনির্মিত। এমনকি তার বাড়িতে কোন রকম শৌচাগার পর্যন্ত নেই।

নির্বাচনী হলফনামা পেশ করার সময় তিনি জানিয়েছিলেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩১ হাজার ৯৮৫ টাকা এবং তাঁর স্বামীর সম্পত্তির পরিমাণ ৩০ হাজার ৩১১ টাকা। হলফনামায় তারা এটাও জানিয়েছিলেন যে তাদের রয়েছে তিনটি ছাগল ও ৩টি গরু।

[aaroporuntag]
আর এরপর ভোটের ফলাফল বের হওয়ার সাথে সাথে জানা যায় চন্দনা বাউড়ি নির্বাচনে জয়লাভ করেছেন। যার পর এই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে বাংলার এই ৩০ বছর বয়সী গৃহবধূ। বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় তার এই জয়কে ‘আপনার জয়, আমাদের সকলের জয়’ বলে আখ্যা দেওয়া হয়েছে।