নিজস্ব প্রতিবেদন : সাম্প্রতিককালে মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে স্মার্টফোন। স্মার্টফোন পৌঁছে যাওয়ার পাশাপাশি সস্তায় ইন্টারনেট মানুষকে দিন দিন সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকাচ্ছে। বর্তমানে এখন এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারেন না।
তবে দিন দিন এইভাবে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়তে থাকার ফলে আবার সোশ্যাল মিডিয়ায় এমন এমন দৃশ্য দেখা যায় যাও এর আগে খুব কম সময় দেখার সুযোগ মিলেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এমন বিরল ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরেই ভাইরাল হয়। সম্প্রতি সেইরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে ভিডিওটি না দেখলে রীতিমতো মিস করতে হবে সোশ্যাল মিডিয়ার দর্শকদের।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটি এক মহিলার মোটরসাইকেল থেকে উল্টে পড়ার ভিডিও। এই ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে প্রত্যেককেই আফসোস করতে দেখা যায় এবং দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তির সুস্থ কামনা করতে দেখা যায়। তবে এই মহিলার মোটরবাইক থেকে পড়ে যাওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ার দর্শকরা সেসব ভুলে উপযুক্ত শাস্তি বলেই দাবি করেছেন।
কারণ ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলা একটি মোটর বাইকের পিছনে চেপে যাচ্ছিলেন এবং তার পাশ দিয়ে যাচ্ছিল অন্য আরেকটি মোটরবাইক। সেই সময় তিনি অহেতুক তার পাশে যাওয়া মোটরবাইকটিতে লাথি দেওয়ার চেষ্টা করেন। তখনই টাল সামলাতে না পেরে মুখ দুমড়ে পড়েন ওই মহিলা।
Instant Karma: Woman falls off the bike after trying to kick another rider#InstantKarma #Karma #viral #trending #video pic.twitter.com/W4Q4tCmUIk
— PieBuzz (@piebuzzinc) November 8, 2022
ভাইরাল হওয়া ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর যারা দেখেছেন তারা রীতিমত দাবি করেছেন, ‘তাৎক্ষণিক কর্মফল।’ এছাড়াও অন্যান্যরাও নানান ধরনের মন্তব্য করেছেন এই ভিডিও দেখে।