সুখবর, RBI-এর FD নিয়ে নতুন সিদ্ধান্তে কপাল খুলছে মধ্যবিত্তদের

ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার (Fixed Deposit Rate Hike) বাড়তে পারে। মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার মাসিক বুলেটিনেই এই সম্ভাবনার কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, আমানতকারীদের বেস বাড়ানোর চেষ্টা করছে ব্যাঙ্কগুলি। এই তীব্র প্রতিযোগিতার কারণে তারা স্থায়ী আমানতে (Fixed Deposit) সুদের হার বাড়াতে বাধ্য হতে পারে।

২০২২ সালের মে মাস থেকে কেন্দ্রীয় ব্যাঙ্কের রেপো রেটের হার বৃদ্ধির পর থেকেই এই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রায় সব ব্যাঙ্কই ফিক্সড ডিপোজিটে চড়া হারে সুদ (Interest) দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আর এই বাজারে মুখে হাসি ফুটেছে আমানতকারী আমজনতার।

কেন্দ্রীয় ব্যাঙ্কের বুলেটিনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মেয়াদী আমানতের রিটার্ন বৃদ্ধি এবং সঞ্চয়ী আমানতের সুদের হারে পার্থক্য বৃদ্ধি পেয়েছে। আর সেই কারণে ব্যাঙ্ক আমানতের বেশিরভাগটাই মেয়াদী আমানতে জমা হয়েছে। বার্ষিক (y-o-y) ভিত্তিতে, মেয়াদী আমানত প্রায় ১৩.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কারেন্ট এবং সেভিংস মাত্র ৪.৬ শতাংশ এবং ৭.৩ শতাংশ হারে বেড়েছে। ফলে আমজনতা যে কোথায় টাকা রাখতে বেশি আগ্রহী, তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট।

বস্তুত সাম্প্রতিক সময় দেশের ব্যাঙ্কগুলি নিজেদের তহবিল বৃদ্ধির প্রচেষ্টা করে চলেছে। এই তহবিল বৃদ্ধি করার জন্য তারা নিজেদের ফিক্সড ডিপোজিটে (FD)-এ সুদের হারে ব্যপক বৃদ্ধি করে চলেছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে যে গত বছর মে মাসে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট (BPS) বাড়াবার পর থেকে ব্যাঙ্কগুলি তাদের ফিক্সড ডিপোজিটে (FD)-এ সুদের হারে ক্রমাগত বৃদ্ধি করে চলেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর মাসিক বুলেটিনে বলা হয়েছে যে সাম্প্রতিক সময় ব্যাঙ্কগুলিতে তহবিল অনেক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ব্যাঙ্কে আসা ডিপোজিটগুলির বেশির ভাগ দীর্ঘ্য সময়ের বিনিয়োগ হিসাবে আসছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট বৃদ্ধির পর বেশির ভাগ ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বৃদ্ধি করেছে। বুলেটিনে বলা হয় পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির (Public Sector Bank) থেকে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি (Small Finance Bank) অনেক ভালো সুদ অফার করে থাকে। বর্তমানে দেশের প্রথম ১০ টি ব্যাঙ্কের সুদের হার গড়ে ৭.৫ শতাংশ।