IPhone Sales: কেন কমে যাচ্ছে আইফোনের বিক্রি? কারণ অবাক করবে সকলকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

IPhone Sales: আইফোন প্রত্যেকবার নিত্য নতুন চমক নিয়ে আসে গ্রাহকদের জন্য। যেমন বছরের শেষ দিকে আইফোনে নতুন সংস্করণ হিসেবে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার। কিন্তু এত কিছু করার পরেও অস্বাভাবিকভাবে কমেছে আইফোনের বিক্রয়। অ্যাপলের এআই ফিচার খুব একটা সাড়া পায়নি এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisements

বিশ্বের এই জনপ্রিয় ফোন কোম্পানির প্রধান নির্বাহী টিম কুক বলছেন, যুক্তরাষ্ট্রের মতো যেসব দেশে এআইয়ের এসব নতুন ফিচার রয়েছে সেসব দেশে আইফোনের বিক্রি (IPhone Sales) বাড়াতে সহায়তা করেছে এটি। তবে একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যাচ্ছে যে, গত বছরের তুলনায় আইফোনের বিক্রি প্রায় ১ শতাংশ কমে ছয় হাজার ৯শ ১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে যে, সম্প্রতি বিক্রি বাড়ানোর জন্য নানারকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে এই কোম্পানিকে। এসবের অন্যতম কারণ হলো চীনে আইফোনের বিক্রি (IPhone Sales) কমে যাওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কারণে দেশটিতে ডিভাইস বিক্রি ক্ষতির মুখে পড়ার শঙ্কা। ট্রাম্প ইতিমধ্যেই ঘোষনা করেছেন চীনে তৈরি যে কোনো পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। অ্যাপেল চীনেই তাদের ফোনের বেশিরভাগ পণ্য উৎপাদন করে থাকে। বৃহস্পতিবার বিনিয়োগকারীদের কুক বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ’ করছে কোম্পানিটি।

Advertisements

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ আনতে চলেছে নয়া ফিচার্স, আর দেখা যাবে না ফোননম্বর

অ্যাপেল সংস্থাটি গত বছর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে নিজেদের পণ্যে এআই ফিচার আনছে। বিনিয়োগকারীরা অবশ্য আশা করছেন যে, এর ফলে বাড়তে পারে অ্যাপেলের বিক্রির (IPhone Sales) সংখ্যা। কুক বলেছেন, এ বছরের এপ্রিলে এআই ফিচার আনা হবে আরও অনেক বেশি দেশে। ফিচার চালু হলে অবশ্যই বিক্রি আগের তুলনায় বৃদ্ধি পাবে। এমন বহু মানুষ আছেন যারা পুরনো আইফোন থাকা সত্ত্বেও নতুন আইফোন এর প্রতি আকৃষ্ট হচ্ছে।

অ্যাপল বলেছে, তাদের সার্বিক বিক্রি (IPhone Sales) ৪ শতাংশ বেড়ে ১২ হাজার ৪৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে, পাশাপাশি এই কোম্পানিটির কম্পিউটার বিক্রি বেড়ে যাওয়া এবং অ্যাপল টিভি, অ্যাপল নিউজ ও অ্যাপল পে’সহ পরিষেবা ব্যবসায় শক্তিশালী প্রবৃদ্ধির অন্যতম কারণ। চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেকনোলজিসম্পন্ন কোম্পানিটির মুনাফা সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ছয়শ ৩০ কোটি ডলারে। অ্যাপলকে নিজেদের মুনাফা ধরে রাখার জন্য তাদের উৎপাদনে গতি বাড়াতে হবে ও নতুন ধরণের পণ্য উৎপাদনের দিকে নজর দিতে হবে।

Advertisements