এপ্রিলেই IPL 2021, রইলো সূচি

নিজস্ব প্রতিবেদন : সবেমাত্র মাস কয়েক আগে শেষ হয়েছে 2020 IPL, আর এর মাত্র কয়েকদিনের মধ্যেই 2021 সালের IPL-এর সূচি ঘোষণা করে দেওয়া হল রবিবার। আসলে গতবছর করোনা পরিস্থিতি এবং লকডাউনের কারণে নির্ধারিত সময়ের অনেকটা পরে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেট লিগ অনুষ্ঠিত হলেও এই বছর নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আবার চলতি বছর রয়েছে বাংলার বিধানসভা ভোট। যে কারণে IPL-এর এই সূচি থেকে বাদ গিয়েছে ইডেনের প্রথম দিকের কয়েকটি ম্যাচ। ভোটের ফলাফল বার হওয়ার পর অর্থাৎ ২ মে’র পর থেকে কলকাতার ঘরের মাঠে খেলা দেওয়া হয়েছে। এই মরসুমের খেলা হতে চলেছে মূলত কলকাতা, মুম্বই, চেন্নাই, আমদাবাদ, নয়া দিল্লি ও বেঙ্গালুরু এই ৬ রাজ্যের খেলার মাঠকে কেন্দ্র করে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ম্যানেজমেন্ট ঘোষিত সূচি অনুযায়ী এবার খেলা শুরু হতে চলেছে ৯ এপ্রিল থেকে। আর প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অর্থাৎ ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ মে। কলকাতার মাঠে খেলা রয়েছে মোট ১০টি। তবে এই দশটি ম্যাচের মধ্যে একটি ম্যাচও নেই কলকাতা নাইট রাইডার্স-এর। অর্থাৎ এই মরশুমে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে না।

IPL-এর সূচি

[aaroporuntag]
IPL-এর চলতি মরশুমে প্রথম খেলায় মুখোমুখি হবে প্রথমে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সাথে রানার্স-আপ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে কলকাতার প্রথম খেলা রয়েছে এপ্রিল মাসের ১১ তারিখ। কলকাতার প্রথম খেলা পড়েছে সানরাইজার্স হায়দরাবাদের সাথে।