IPL-এ জারি হতে চলেছে নয়া নিয়ম, কঠিন গ্রুপে KKR

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে খেলাধূলার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে ক্রিকেট। আবার এই ক্রিকেটের বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ভারতের আইপিএল অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা হিসেবে বিশ্বে স্থান অর্জন করেছে। যে কারণে প্রতিবছর এই আইপিএল খেলার দিকে তাকিয়ে থাকেন ক্রীড়াপ্রেমীরা।

চলতি বছর আইপিএল কবে হবে? দীর্ঘ প্রতীক্ষার সেই প্রশ্নের অবসান অবশেষে ঘটেছে। সম্প্রতি বিসিসিআই জানিয়ে দিয়েছে আইপিএলের ফাইনাল খেলা কবে হবে এবং চলতি বছর যে আইপিএল আয়োজিত হতে চলেছে তার কোন গ্রুপে কোন দল রয়েছে তাও।

বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে চলতি বছর আইপিএল শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল খেলা আয়োজিত হবে ২৯ মে। এবার অন্যান্য বছরের তুলনায় দল সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং ১০টি দলের খেলা হবে। এই দশটি দলকে নিয়ে মোট ৭৪টি ম্যাচ হবে যার মধ্যে ৭০টি ম্যাচ রয়েছে গ্রুপ পর্বের। প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে যার মধ্যে ৭টি ম্যাচ থাকবে হোম এবং বাকি ৭টি ম্যাচ হবে অ্যাওয়ে।

নয়া নিয়ম অনুসারে এক একটি দল পাঁচটি দলের বিরুদ্ধে দুটি করে ম্যাচ এবং চারটি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। প্লে অফ ম্যাচ হবে আয়োজিত হবে তা অবশ্য এখনও চূড়ান্ত ভাবে ঠিক হয়নি। এবার ১০টি দলকে নিয়ে দুটি গ্রূপ তৈরি করা হয়েছে। একেকটি গ্রুপে রাখা হয়েছে পাঁচটি করে দল।

গ্রুপ এ’তে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি’তে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। এই তালিকা হিসাবে কলকাতা নাইট রাইডার্স-এর সামনে কঠিন প্রতিদ্বন্দ্বীতা তৈরি হচ্ছে, কারণ কলকাতাকে দুটি করে ম্যাচ খেলতে হবে মুম্বই, রাজস্থান, দিল্লি, লখনউ এবং হায়দরাবাদের বিরুদ্ধে।