আরও আকর্ষনীয় হবে আইপিএল, বদল ঘটছে ফরম্যাটে

নিজস্ব প্রতিবেদন : আকর্ষণ বাড়াতে এবার আইপিএলের একঘেয়ামি ফরম্যাট পরিবর্তন করার চিন্তাভাবনা শুরু করলো বিসিসিআই। আগামী বছর ৮ দলের পরিবর্তে ১০ দল খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি নতুন ফরম্যাটে খেলা চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তে দিন সংখ্যা কমে যাবে। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি বলে জানা যাচ্ছে।

বর্তমানে যে ফরম্যাট রয়েছে তাতে প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে লিগ ম্যাচ খেলার পর পয়েন্টের বিচারে প্রথম চারটি দল কোয়ালিফাই করে পরের রাউন্ডে। তবে ১০ দলের খেলার ক্ষেত্রে এই ফরম্যাটে খেলানো হবে না। পাঁচটি করে টিম রেখে দুটি গ্রুপে তা ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপের প্রতিটি দল প্রথমে একে অপরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে। এরপর অপর গ্রুপের প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেলা হবে। বোর্ড সূত্রে জানা যাচ্ছে, এইভাবে এক একটি দল ১৪টি করে ম্যাচ খেলবে।

এরপর পয়েন্টের হিসাব অনুযায়ী চারটি দল পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। পরে খেলা হবে কোয়ালিফায়ার ১, এলিমিনেটর আর কোয়ালিফায়ার ২। সবার শেষে ফাইনাল। বর্তমানে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এখন প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলে লিগ পর্যায়ে। তবে বর্তমান ফরম্যাট সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে।

অন্যদিকে বর্তমান যে ফরম্যাট রয়েছে তাতে দশটি দল নিয়ে খেলা হলে মোট ৯৪ টি ম্যাচ খেলতে হবে। সে ক্ষেত্রে প্রতিযোগিতা শেষ করতে সময় লাগবে কমপক্ষে ৭৪ দিন। অন্যদিকে নতুন যে ফরমেট আনা হচ্ছে তাতে ৭৪ টি ম্যাচ খেলা হলেই টুর্নামেন্টে সমাপ্ত হবে। সেক্ষেত্রে সময় লাগবে ৫৪ দিন।