হাতে টাকা না থাকলেও ট্রেনের টিকিট বুকিং করার সুযোগ দিচ্ছে রেল

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেড়শ কোটির দেশে প্রতিদিন প্রায় সাড়ে তিন কোটি কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। রেলের এই বিপুল ব্যবহারের ফলে রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। ভারতীয় রেল গণপরিবহনের এই মেরুদন্ডকে প্রতিনিয়ত সাজিয়ে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করছে এবং যাত্রীদের চাহিদা মত নানান সুবিধা নিয়ে আসছে।

ভারতীয় রেলের তরফ থেকে এবার সেই রকমই এমন একটি সুবিধা আনা হয়েছে যারা অর্থের অভাবে টিকিট বুকিং করতে পারেন না তাদের দারুণ সুবিধা দেবে। বহু ক্ষেত্রেই দেখা যায় হঠাৎ দূরে কোথাও পাড়ি দিতে হবে অথচ হাতে পর্যাপ্ত টাকা নেই। এমন পরিস্থিতিতে তারা কি করবেন খুঁজে পান না এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় অন্যের কাছে ধার নিয়ে টিকিট বুকিং করে থাকেন।

এরকম সমস্যায় যে সকল যাত্রীরা পড়ে থাকেন তাদের খোদ রেলের তরফ থেকে ধারে টিকিট দেওয়ার ব্যবস্থা আনা হয়েছে। ধারে টিকিট দেওয়ার পাশাপাশি যাত্রীরা নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী ইএমআই অর্থাৎ ধাপে ধাপে সেই টাকা শোধ করতে পারবেন। অভিনব এই ব্যবস্থা আনা হয়েছে IRCTC-র তরফ থেকে।

সূত্র মারফত জানা যাচ্ছে কোন যাত্রী যদি আইআরসিটিসির অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে টিকিট বুকিং করেন তাহলে এই সুবিধা পাবেন। তবে সরাসরি আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করা হলে এই সুবিধা পাওয়া যাবে না।

ইএমআই মারফত টিকিট বুকিং করার পর যাত্রীরা ৩ থেকে ৬টি ইএমআই দিয়ে সেই টিকিটের দাম শোধ করতে পারবেন। এই সুবিধা চালু করার জন্য আইআরসিটিসিটি-র তরফ থেকে ক্যাশি নামে একটি আর্থিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে। ইএমআই মারফত টিকিট বুকিং করা হলেও কোনরকম বাড়তি ডকুমেন্ট দিতে হবে না। তবে টিকিটের দামের উপর দিতে হবে বাড়তি সুদ।