বজ্রবিদ্যুৎ-এর সময় স্মার্টফোন কি বন্ধ করে দেওয়া উচিত

নিজস্ব প্রতিবেদন : বৈশাখ মাস মানেই হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি আর কালবৈশাখীর সময়। হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টির পাশাপাশি যেমন কালবৈশাখী আছড়ে পড়তে লক্ষ্য করা যায় ঠিক তেমনি বজ্রবিদ্যুৎ-এর ঘনঘটা লক্ষ্য করা যায়। এই বজ্রবিদ্যুৎ-এর কারণে বহু মানুষের প্রাণহানির ঘটনাও ঘটতে লক্ষ্য করা যায়। তবে শুধু বৈশাখ মাস নয়, বছরের বিভিন্ন সময়ে এই বজ্রবিদ্যুৎ-এর কারণে অনেকেই প্রাণ হারান।

বজ্রবিদ্যুৎ-এর সময় অধিকাংশ মানুষকে লক্ষ্য করা যায় বাড়ির মধ্যে থাকা টিভি, ফ্রিজ, এসি সহ অন্যান্য বৈদ্যুতিন এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করে দিতে। তবে এই রকমই স্মার্টফোন বা মোবাইল ফোন এখন সবার হাতে হাতে। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ-এর সময় এই স্মার্টফোন কি করতে হবে? সেটি কি পুরোপুরি সুইচ অফ করে দেবেন?

প্রথমেই জানা দরকার বজ্রবিদ্যুৎ-এর সময় কি কি পালন করতে হবে?

বজ্রবিদ্যুৎ-এর সময় কোন ভাবেই বাড়ির বাইরে বিশেষ করে ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে থাকা যাবে না। একইভাবে সানশেড অথবা জানলার পাশেও থাকা যাবে না। জল স্পর্শ করা, বাসন মাজা, কাপড় কাচার মত কাজ করা যাবে না। বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্র থেকে দূরে থাকতে হবে, ল্যান্ডফোন একেবারেই ব্যবহার করা যাবে না।

তবে মোবাইল ফোন ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের যে মতামত রয়েছে তাতে বলা হয়েছে, বাড়ির মধ্যে থাকা অবস্থায় স্মার্ট ফোন ব্যবহার করা যেতে পারে। তবে সেই সময়ই ইন্টারনেট বন্ধ রাখা ভালো। আবার যদি খুব বেশি বজ্রবিদ্যুৎ লক্ষ্য করা যায় তাহলে ফোনটি পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তা না হলে স্মার্টফোন সহ ব্যবহারকারীর ক্ষতি হতে পারে।