নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের সাথে ভারতের প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাহাড় সমান রান খাড়া করে ব্রিটিশরা। তবে দ্বিতীয় ইনিংসে তারা ১৭৮ রানে অলআউট হয়ে যাওয়ায় ভারতের সামনে ম্যাচ জেতার জন্য লক্ষ্যমাত্রা পৌঁছায় ৪২০। তবে এই প্রথম টেস্টেই ইশান্ত শর্মা এবং অশ্বিন দুটি দুর্দান্ত রেকর্ড ছুঁয়ে ফেললেন।
ইশান্ত শর্মার তৃতীয় ভারতীয় পেসার হিসেবে ৩০০ উইকেটের মালিকের ক্লাবে নাম উঠলো। ভারতীয় পেসারদের তালিকায় এই ক্লাবে কপিল দেব এবং জাহির খান। তবে সব ধরনের বোলারের তালিকায় ইশান্ত শর্মার ষষ্ঠ ভারতীয় খেলোয়াড় হিসেবে এই তালিকায় নাম উঠলো।
এই তালিকায় প্রথমেই রয়েছেন ৬১৯ টি উইকেট নিয়ে অনিল কুম্বলে। ৪৩৪ টি উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় কপিল দেব। ৪১৭ টি উইকেট রয়েছে হরভজন সিংয়ের। অশ্বিন এবং জাহির খানের উইকেট রয়েছে যথাক্রমে ৩৮২ এবং ৩১১ টি। আর ইশান্ত শর্মার উইকেট সংখ্যা দাঁড়ালো ৩০০।
DO NOT MISS: @ImIshant's historic 3⃣0⃣0⃣th Test wicket ??
The right-arm pacer became the third Indian fast bowler to scalp 300 Test wickets after he got Daniel Lawrence out LBW. ??
Relive that iconic moment here?? https://t.co/pPqoaaAZ3i pic.twitter.com/LxmC2PkkvL
— BCCI (@BCCI) February 8, 2021
অন্যদিকে এই প্রথম টেস্টেই ১১৪ বছরের পুরাতন রেকর্ড ছুঁলেন রবীচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বল করতে এসে ইনিংসের প্রথম বলেই তিনি উইকেট নেন ররি বার্নসের। প্রথম ভারতীয় স্পিনার হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করার প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ১১৪ বছর আগে এমন নজির গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার বার্ট ভগলার।
স্পিনার বার্ট ভগলার ১৯০৭ সালে এমন নজির গড়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধেই। সেই টেস্টে বার্ট ভগলার দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম বলেই উইকেট নেন। এরপর এত বছর যাবত এই রেকর্ড ছিল একমাত্র স্পিনার বার্ট ভগলারেই। তবে দ্বিতীয় বোলার হিসেবে সেই রেকর্ড ছুঁলেন রবীচন্দ্রন অশ্বিন সোমবার।
Ashwin strikes straight away!
Rory Burns departs for a duck.
Live – https://t.co/VJF6Q62aTS #INDvENG @Paytm pic.twitter.com/vgrBCbFQEp
— BCCI (@BCCI) February 8, 2021
অন্যদিকে একজন স্পিনার হিসেবে প্রথম ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে একমাত্র ইংল্যান্ডের ববি পিলের। তিনি সেই রেকর্ড গড়েছিলেন ১৮৮৮ খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে। আর সেই রেকর্ড এখনও অক্ষুন্ন। আর এই নিরিখে ইনিংস শুরু হওয়ার প্রথম বলে উইকেট নেওয়ার রেকর্ড হিসেবে রবীচন্দ্রন অশ্বিন বিশ্বের তৃতীয় স্পিনার।