ISRO তে চাকরির সুবর্ণ সুযোগ, মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন

নিজস্ব প্রতিবেদন : ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে এবার চাকরির সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন। মোট ৯০ টি আসনে কর্মী নিয়োগ করছে তারা। চাকরি পাওয়ার ক্ষেত্রে আবেদন করার পর রয়েছে লিখিত পরীক্ষা, তারপর মৌখিক ইন্টারভিউ। এগুলির মাধ্যমেই বেছে নেওয়া হবে উপযুক্ত কর্মীকে।

ইসরোর এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী পাম্প অপারেটর কাম মেকানিক, বয়লার অ্যাটেনডেন্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিশিয়ান ইত্যাদি বিভিন্ন বিভাগে ৯০ টি শূন্য পদ রয়েছে।

নির্দিষ্ট বিভাগে আবেদন করার জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা জরুরি। পাশাপাশি আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। কর্মীদের বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। এছাড়াও অতিরিক্ত গ্রেড পে বাবদ কর্মীরা প্রতি মাসে ২৫,৩৮৯ টাকা পাবেন।

আরও বিস্তারিত জানতে ইসরোর অফিশিয়াল ওয়েবসাইট isro.gov.in-এ দেখুন। ইচ্ছুক প্রার্থীরা আগামী ২৯ শে নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।