জওয়ানের গলায় ভাইরাল ‘বর্ডার’ সিনেমার গান ‘সন্দেশ সে আতে হ্যায়’

নিজস্ব প্রতিবেদন : ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘বর্ডার’, যে সিনেমার প্রতিটি গান মানুষের মন জয় করে নিয়েছে। আর ওই সিনেমার সব থেকে জনপ্রিয় গান, যে গানটি শুনলে আমাদের শরীরে কাঁটা দেয় ‘সন্দেশ সে আতে হ্যায়’, ৭৩ তম স্বাধীনতা দিবসের আগের সেই গানটি গেয়ে জনপ্রিয়তা কেড়ে নিলেন এক জওয়ান। জওয়ানের কন্ঠে সেই গান নেট দুনিয়ায় ভাইরাল।

গানটি গেয়ে দেশের মানুষের মন কেড়ে নিয়েছেন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের কনস্টেবল লাভলি সিং। গানটি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ার পর লাভলি সিং এর প্রশংসায় পঞ্চমুখ নেটিজনেরা।

ITBP জওয়ান লাভলি সিং

৩ মিনিট ৩৭ সেকেন্ডের সেই গানের ভিডিও ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করার পর জানানো হয়েছে কনস্টেবল লাভলি সিং এই গানটি গেয়েছেন তাঁর সহকর্মীদের জন্য। গানটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ২৯ হাজার ভিউ ছুঁই ছুঁই। রিট্যুইট এবং লাইকের সংখ্যাও কম নয়, যথাক্রমে ১৪০৫ এবং ৩৭৫২, যা প্রতি মুহূর্তে বাড়তে চলেছে।

টুইটারে পোস্ট হওয়া এই ভিডিওটি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তার নিজের টুইটারেও এটিকে শেয়ার করেছেন। লাভলি সিং এর গাওয়া গানটি দিয়ে একটি ভিডিও বানানো হয়েছে, যে ভিডিওতে জাওয়ানদের কঠিনতম প্রশিক্ষণের, ভারতের জাতীয় পতাকা এবং কর্তব্যরত ইন্দো টিবেটিয়ান জওয়ানদের ছবি তুলে ধরা হয়েছে। ITBP জাওয়ানরা দেশের জন্য প্রাণপাত করছে তাও লিখেছেন বহু নাগরিক।