পরিবর্তনের সাওয়াল রাজ্যপালের মুখে, উঠলো ‘খেলা হবে’-র প্রসঙ্গও

নিজস্ব প্রতিবেদন : বিশ্বভারতীতে সমাবর্তন উপলক্ষে শুক্রবার বিশ্বভারতীতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। আর এই সমাবর্তন অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন। পাশাপাশি ‘খেলা হবে’ স্লোগানের প্রশ্ন করলে তারও জবাব দিলেন তিনি।

রাজ্যপাল এদিন বলেন, “কতটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এতটাই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যে ভয়ে তাও বলেন না কেউ। ২০২১ সেই সালের শুরু যা ৭৫ বছরের শুরু করবে। স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের কোথায় ছিল? কি উচ্চতায় ছিল। কত প্রচেষ্টা ছিল। দেশের জন্য কত আত্মত্যাগ ছিল। বছরের পর বছর ধরে কিভাবে নিচে নেমে গেল। ভাবুন এটা কেন হল? এটা কি হওয়া উচিত ছিল?”

এরপরেই তিনি বলেন, “৭৫ সালে এর পরিবর্তন আসা দরকার। পশ্চিমবঙ্গকে উন্নতির শিখরে যাওয়া দরকার। ছোট চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনায় কোনদিন কোন কাজ হয়না। দেশে কত বড় পরিবর্তন এসেছে। বিশ্বে আমাদের মাথা কতটা উঁচু হয়েছে। এটা চিন্তা করার বিষয়। গর্ব করার বিষয়।”

[aaroporuntag]
এই সকল প্রশ্নোত্তরে শেষে তৃণমূলের ‘খেলা হবে’ প্রসঙ্গ উঠলে রাজ্যপাল সোজাসাপ্টা উত্তর দিয়ে বলেন, “রাজ্যপালের জায়গা থেকে একটা কথাই বলতে পারি, আইনের উপরে কেউ নয়। রাজ্যপালক আইনের উপরে নয়। যে আইনের সাথে খেলা করবেন, তিনি আগুনের সাথে খেলা করছেন। আইনের হাত তাদের কাছেও পৌঁছে যাবে।”