জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব, নতুন প্রস্তাবে কি জানালো কেন্দ্র সরকার

নিজস্ব প্রতিবেদন : আজ রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীর সংরক্ষণ সংশোধনী বিল পেশ করতে গিয়ে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রস্তাব রাখেন। এ নিয়ে রাজ্যসভায় শুরু হয় চরম হৈ হট্টগোল। অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে বিরোধী দলগুলি কাশ্মীর উপত্যকা পরিস্থিতি নিয়ে মুলতবি প্রস্তাব আনেন।

রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ জানান, জম্মু-কাশ্মীরের ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী গতকাল থেকে গৃহবন্দী। কাশ্মীর উপত্যকা জুড়ে চলছে কারফিউ, জারি করা হয়েছে ১৪৪ ধারা। আর এই সকল ঘটনার বিষয়ে বিরোধী দলের নেতারা সরকারের কাছে বিবৃতি চায়।

Source

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেন সরকার এভাবে ক্ষমতার অপব্যবহার করছে। পয়েন্ট অফ অর্ডার প্রসঙ্গ তুলে তিনি বলেন সরকার জম্মু-কাশ্মীর সমেত অন্যান্য বিল পড়ার সময় দিচ্ছে না।

এ বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, সরকারের বিল পেশ করার পর আপনাদের সময় দেওয়া হবে পড়ার জন্য। আপনারা আলোচনার সুযোগ পাবেন, আপনারা সহযোগীতা করুন।

এরপরই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় জম্মু-কাশ্মীর সংরক্ষণ সংশোধনী বিল পেশ করেন। আর এই বিল পেশ করার সাথে সাথেই বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুরু হয় রাজ্যসভায় তুমুল হৈ হট্টগোল। অমিত শাহ এর তরফ থেকে যে বিলটি পেশ করা হয় তাতে জম্মু কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত রাজ্যে পরিণত করার প্রস্তাব রয়েছে।

Source

বিলে আরও বলা হয়েছে, লাদাখ অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে স্বীকৃতি দিতে এবং লাদাখ প্রত্যন্ত এলাকায় হওয়ায় আলাদা আইনসভা ছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গণ্য করা হবে।

অন্যদিকে জম্মু কাশ্মীর সম্পর্কে বলা হয়েছে, সীমান্ত পারের সন্ত্রাসবাদ রুখতে জম্মু-কাশ্মীরকে আলাদা কেন্দ্রশাসিত রাজ্য হিসাবে গণ্য করা হবে।

আর এই বিল পেশের পর PDP র রাজ্যসভার দুই সাংসদ মির ফৈয়াজ এবং নাজির আহমেদ লাওয়ে সংবিধান ছিঁড়ে ফেলতে চেয়েছিলেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাদের সভা কক্ষ ত্যাগ করতে বলেন।