জ্যামের চিন্তা শেষ, চলে এলো বিশ্বের প্রথম ‘উড়ন্ত বাইক’

উড়ন্ত গাড়ির ধারণা এর আগেই হয়েছে সাধারণ মানুষের। তবে এবার বিশ্বের প্রথম উড়ন্ত বাইক (Flying Bike) প্রকাশ্যে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জনসমক্ষে এসেছে এই উড়ন্ত বাইক। নেটিজেনরা ভাইরাল ভিডিও দেখে বলছেন, Star Wars- এর Speeder bike মনে করাচ্ছে বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইক। জাপানের স্টার্ট আপ AERWINS Technologies নির্মাণ করেছে Hoverbike। এই hoverbike- এর ডেবিউ হয়েছে Detroit Auto Show- তে। ইতিমধ্যেই এই উড়ন্ত বাইকের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ট্যুইটারে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইক এটি। এর নাম XTURISMO hoverbike। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে দিব্যি শূন্যে উড়ছে এই বাইক। তারপর আবার ল্যান্ড করতেও দেখা গিয়েছে বাইকটিকে। শূন্যে দিব্যি ভেসে থেকে বাইকটি। তারপর একটু এদিক ওদিক উড়ে সফলভাবেই অবতরণও করেছে। বিশ্বের প্রথম উড়ন্ত বাইক দেখে অবাক সকলেই।

কিছু দিন আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে দেখা যায় উড়ন্ত বাইকের ভিডিও। ওই পোস্টে ভিডিওর সাথেই একটি ছবিও শেয়ার করা হয়। যা দেখে ইউজারদের অনেকেই বলেছেন যে, এটি বাইক নয়, বড়সড় একটি ড্রোন। কেউ আবার বলেছেন যে, Pegassi Oppressor Mk II-এর সঙ্গে এর অনেক মিল রয়েছে।

Pegassi Oppressor Mk II হলো একটি কাস্টম হোভার বাইক, যা গ্র্যান্ড থেফট অটো গেমে দেখা গিয়েছিল। অনেকে আবার এমনটাও দাবি করেছেন যে, এটাই পৃথিবীর ভবিষ্যত, খুব একটা দেরি নেই যখন মাটির থেকে বেশি আকাশে ট্রাফিক জ্যাম দেখা যাবে। কেউ কেউ আবার যোগ করেছেন, এই সব উড়ন্ত বাইক আকাশে যত উড়বে, ততই তা ফ্লাইট থেকে শুরু করে পাখিদের যাত্রাপথকে বাধা দেবে।

জানা গিয়েছে এই উড়ন্ত বাইক ৪০ মিনিট উড়তে পারবে আকাশে এবং এর সর্বোচ্চ গতি হতে পারে ৬২ mph। জাপানে ইতিমধ্যেই এই বাইকের বিক্রি শুরু হয়েছে। চলতি বছরেই মার্কিন যুক্তরাষ্ট্রেও এই উড়ন্ত বাইক লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তাছাড়া ২০২৩ সালেই এই বিশেষ বাইক লঞ্চ হতে চলেছে আমেরিকায়। তবে ভারতে এই বাইক কবে লঞ্চ হবে আর আদৌও লঞ্চ হবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। জানা গিয়েছে বিশ্বের এই প্রথম উড়ন্ত বাইক বা Flying Biker- এর দাম হতে পারে আনুমানিক $ ৭৭৭,০০০।