আজীবন নির্বাসিত ভারতের প্রথম শ্বেতাঙ্গ ক্রিকেটার জার্ভো, সঙ্গে জরিমানাও

নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের লর্ডস এবং হেডিংলে টেস্টে সবথেকে চমক দিয়েছিলেন যিনি তিনি হলেন ফ্যান জার্ভো। প্রথম তাকে দেখা গিয়েছিল লর্ডসে, যেখানে তিনি নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ভারতীয় জার্সি পড়ে ফিল্ডিং করতে নেমে যান। মাঠে নেমেই হঠাৎ থাকে ভারতীয় ক্রিকেটারদের নির্দেশ দিতে দেখা যায়। এই ঘটনা দেখে ‘থ’ হয়ে পড়েন খোদ ক্যাপ্টেন কোহলি থেকে অন্যান্যরা। নেট দুনিয়ায় ঝড় ওঠে ভারতের এই নতুন ক্যাপ্টেনকে নিয়ে। তবে পরমুহুর্তেই নিরাপত্তারক্ষীরা তাকে মাঠ থেকে বের করে দেন।

লর্ডসের পর এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে হেডিংলে টেস্টেও। সেখানে তিনি রোহিত শর্মা প্যাভিলিয়নে ফেরার সঙ্গে সঙ্গেই প্যাড, গ্লাভস এবং হেলমেট পড়ে ক্যাপ্টেন কোহলির জায়গায় ব্যাট করতে নেমে পড়েন। মাঠে ফের একবার ৬৯ নম্বর জার্সি পরা এই ভারতের প্রথম শ্বেতাঙ্গ ক্রিকেটারকে নিয়ে হইচই শুরু হয়। আবারও তাকে নিরাপত্তারক্ষীরা টেনেহিঁচড়ে মাঠ থেকে বের করেন।

টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে নামা এই ফ্যানের পুরো নাম ড্যানিয়েল জার্ভিস। তিনি পেশায় একজন ইউটিউবার বলে জানা গিয়েছে। এই ঘটনার পর তিনি নিজেকে ভারতের প্রথম শ্বেতাঙ্গ ক্রিকেটার বলে আখ্যা দিয়েছেন। তবে নিরাপত্তারক্ষীদের চোখে ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়ার কারণে ভারতের প্রথম এই শ্বেতাঙ্গ ক্রিকেটার কে নির্বাচিত করা হলো, পাশাপাশি তাকে জরিমানাও করা হয়েছে।

তাকে আজীবন নির্বাসিত করলো ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। নিরাপত্তা বৃদ্ধি ভাঙার জন্য তাকে আর কোনদিন লিডসের গ্যালারিতে ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের তরফ থেকে। পাশাপাশি এই ক্লাবের তরফ থেকে তাঁকে আর্থিক জরিমানাও করা হয়েছে। ইয়র্কশায়ার ক্রিকেটের মুখপাত্র জানিয়েছেন,”ড্যানিয়েল জার্ভিসকে হেডিংলে থেকে সারা জীবনের জন্য নির্বাসিত করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনার জন্য তাকে আর্থিক জরিমানাও দিতে হবে।”