কিংবদন্তি কপিল দেবের অনবদ্য রেকর্ড ভাঙ্গার সুযোগ বুমরাহর সামনে

নিজস্ব প্রতিবেদন : বর্তমান প্রজন্মের ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাহ যে অন্যতম তা তিনি একাধিকবার তার বোলিংয়ের দাপটে প্রমাণ করেছেন। আর এই ভারতীয় বোলারের সামনে সুযোগ এসেছে ভারতের কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবের অনবদ্য রেকর্ড ভেঙ্গে দেওয়ার।

জসপ্রীত বুমরাহ নটিংহ্যাম টেস্টের দুই ইনিংসে মোট নয়টি উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে পেয়েছেন চারটি এবং দ্বিতীয় ইনিংসে পাঁচটি। পাশাপাশি লর্ডসে তার দখলে এসেছে তিনটি উইকেট। সুতরাং ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে তার দখলে এখনো পর্যন্ত সর্বমোট উইকেটের সংখ্যা ১২। আর এই পারফরম্যান্স বজায় রেখে যদি তিনি তৃতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি উইকেট পান তাহলেই ভেঙ্গে দিতে পারবেন কপিল দেবের অনবদ্য রেকর্ড।

জাসপ্রিত বুমরাহর ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ৯৫ টি উইকেট। তার ঝুলিতে এই ৯৫ টি উইকেট এসেছে মাত্র ২২ টি টেস্ট খেলে। সে ক্ষেত্রে যদি ২৩ নম্বর টেস্টে অর্থাৎ ইংল্যান্ডের সাথে চলতি সিরিজের তৃতীয় টেস্টে যদি আর পাঁচটি উইকেট তিনি তাঁর ঝুলিতে পুরতে পারেন তাহলে ২৩ টেস্টে তার মোট উইকেট সংখ্যা দাঁড়াবে ১০০। আর এমনটা হলেই দ্রুততম ভারতীয় পেসার হিসাবে ১০০ টি টেস্ট উইকেট নেওয়ার নজির গড়বেন জাসপ্রিত বুমরাহ। তিনি পিছনে ফেলে দিতে পারবেন কিংবদন্তি কপিল দেবকে।

ভারতীয় পেসারদের মধ্যে সবথেকে কম টেস্ট খেলে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির রয়েছে কপিল দেবের। তিনি মাত্র ২৫ টি টেস্ট খেলে এই লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছিলেন। হেডিংলের টেস্টে সেই রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি দিচ্ছে জসপ্রীত বুমরাহকে।

অন্যদিকে সার্বিকভাবে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে কম টেস্ট খেলে ১০০ উইকেট নেওয়ার নজির রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। তিনি তার প্রথম ১৮ টি টেস্ট খেলার সাথে সাথেই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। এছাড়াও এমন মাইলস্টোন খুব অল্প সময়ের মধ্যে যে সকল ভারতীয় বোলাররা ছুঁয়ে ফেলে ছিলেন তাঁরা হলেন প্রসন্ন (২০টি), কুম্বলে (২১টি), সুভাষ গুপ্তে (২২টি), চন্দ্রশেখর (২২টি), প্রজ্ঞান ওঝা (২২টি) এবং মানকড় (২৩টি)।