আবারও মেজাজ ধরে রাখতে পারলেন না জয়া বচ্চন, নতুন কাণ্ডে ছিঃ ছিঃ নেটদুনিয়ায়

নিজস্ব প্রতিবেদন : অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন (jaya bachchan) সাম্প্রতিককালে বারবার শিরোনামে উঠে আসছেন মেজাজ হারানোর জন্য। রাস্তাঘাটে বারবার তার মেজাজ হারানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Social Media) হতে দেখা যাচ্ছে। আর সেই সকল ভিডিও নিয়ে রীতিমত মজে থাকতেও দেখা যায় নেটিজেনদের। যদিও সম্প্রতি তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন যাতে ছিঃ ছিঃ রব উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

কী এমন করলেন জয়া বচ্চন? আসলে এবার জয়া বচ্চন মেজাজ হারিয়েছেন রাজ্যসভা কক্ষে (rajya sabha)। রাজ্যসভার কক্ষে মেজাজ হারানো তার কাছে নতুন কিছু নয়। তবে মেজাজ হারানোর পাশাপাশি তিনি এমন একটি কাজ করেছেন যা মেনে নিতে পারছেন না সোশ্যাল মিডিয়ার একাংশ। গত ৯ ফেব্রুয়ারি এমন ঘটনাটি ঘটেছে এবং তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়।

৯ ফেব্রুয়ারি সংসদে অধিবেশন চলাকালীন আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে দেখা যায় সাংসদ জয়া বচ্চনকে। তিনি এতটাই উত্তপ্ত হয়ে ওঠেন যে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান খনকড়ের (Vice President Jagdeep Dhankhar) দিকে আঙ্গুল উঁচু করে রীতিমতো তাড়া করে যান। এমন ঘটনাই নিন্দার ঝড় বইতে শুরু করেছে।

তবে উল্লেখযোগ্য বিষয় হল এই সকল ঘটনার পরেও উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় নিজেকে ধীর স্থির ভাবে রাখেন এবং সকলকে নিজেদের আসনে বসে যাওয়ার অনুরোধ জানান। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর স্বাভাবিকভাবেই অমিতাভ জায়া নিন্দার মুখে পড়েছেন।

জয়া বচ্চন সমাজবাদী পার্টির একজন রাজ্যসভার সাংসদ। তার এমন আচরণের পরিপ্রেক্ষিতে তিনি যেমন নিন্দার সম্মুখীন হয়েছেন সেই রকমই তার দলও সোশ্যাল মিডিয়ায় নিন্দার মুখোমুখি। এর পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে গেরুয়া শিবিরও তুলোধোনা করেছেন জয়া বচ্চন এবং সমাজবাদী পার্টিকে।