চিনা ইস্যুতে সেরা অভিনেতার পুরস্কার ফেরালেন জিৎ

নিজস্ব প্রতিবেদন : পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় শহীদ হয়েছেন ভারতের ২০ জন সেনা জওয়ান। আর এই ঘটনার মূলে রয়েছে চীনের আগ্রাসন নীতি। চীনের এই আগ্রাসন নীতির প্রতিবাদে সরব গোটা দেশ। শুরু হয়েছে চীনা পণ্য বর্জনের আন্দোলন। আর সেই আন্দোলন এবার এসে পৌঁছালো টলি পাড়াতেও। টলিউডের অন্যতম অভিনেতা জিৎ এবার এই চীন ইস্যুতে ফিরিয়ে দিলেন সেরা অভিনেতার পুরস্কার।

ডিজিটাল অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার কথা জিৎ নিজেই জানিয়েছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। আর এই অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার মূলে রয়েছে চিনা সংস্থার স্পনসরশিপ। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে তার এই পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা সকলকে জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, “আমার প্রিয় বন্ধুরা, ভোটের মাধ্যমে একটি ডিজিটাল অ্যাওয়ার্ডে আমি শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়। যারা এই ভোটিং পদ্ধতিতে নিজেদের সময় নষ্ট করে আমাকে ভোট দিয়ে এই পুরস্কার অর্জন করার জন্য বেছে নিয়েছিলেন তাদের আমি ধন্যবাদ জানাই। পুরস্কার পেলে কার না ভালো লাগে, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব সবাই খুশি হন। তবে এই পুরস্কারের সাথে একটি চীনা সংস্থার স্পন্সর জড়িয়ে রয়েছে, তা হয়তো সকলে জানেন না। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু যেহেতু বর্তমানে ওই দেশের সাথে আমার দেশের সম্পর্ক ভালো নেই, ওই দেশ অর্থাৎ চীনের আগ্রাসনের জন্য আমাদের দেশের সেনাদের জীবন যাচ্ছে, তাই এই পরিস্থিতিতে ওই পুরস্কার নেওয়ার জন্য আমার মন সায় দিচ্ছে না।”

সেরা অভিনেতার পুরস্কার ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি আরও জানান, “আমরা সীমান্তে গিয়ে হয়তো বীর সেনাদের মতো লড়াই করতে পারবো না, তবে নিজের দেশের জন্য এটুকু তো করতে পারি। এই পুরস্কার আমি ততদিন পর্যন্ত গ্রহণ করবো না যতদিন ওই দেশের সাথে আমাদের দেশের সুসম্পর্ক তৈরি হচ্ছে। আমি কারোর ভাবনাকে ছোট করতে চাইছি না। আমার বিশ্বাস আপনারা সকলে আমার কথা বুঝতে পারছেন। আপনাদের সকলের ভালোবাসায় আমার কাছে বড় পুরস্কার। জয় হিন্দ।”

তবে চিনা ইস্যুতে টলি অভিনেতা জিতের এমন পুরস্কার ফিরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ হলেও চিনা অ্যাপ নিষিদ্ধ নিয়ে দেশের স্বার্থে কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান সমর্থন করলেও তার প্রশ্ন, এই সকল অ্যাপ বন্ধ হওয়ার কারণে যারা কাজ হারিয়েছেন তাদের কি হবে? অন্যদিকে আবার সোহম চক্রবর্তী অ্যাপ নিষিদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন, অ্যাপ বন্ধ করে সৈনিকদের প্রাণ ফিরবে কিনা! আবার অভিনেত্রী শ্রীলেখা মিত্র টিকটক বন্ধ হওয়া নিয়ে একটি স্ক্রিনশটকে তুলে ধরে বারাসাত যাদবপুরের সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে কটাক্ষ করেছেন।