দাম বাড়িয়ে চাপে Jio, এই পরিণতি হচ্ছে সংস্থার

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থার রয়েছে তাদের মধ্যে বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio। মাত্র কয়েক বছর আগে তারা বাজারে ব্যবসা করতে নামলেও অল্প সময়ের মধ্যে গ্রাহকদের মন জয় করে নেওয়ায় দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

Jio আসার আগে ভারতের মোবাইল ব্যবহারকারীদের কাছে ইন্টারনেট ব্যবহার জন্য রাজকীয় বিষয় ছিল। তবে এই টেলিকম সংস্থা এক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দেয়। বর্তমানে মানুষের হাতে হাতে ইন্টারনেট পৌঁছে দিয়েছে এই টেলিকম সংস্থা। কিন্তু সম্প্রতি এই টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর রীতিমতো চাপে পড়েছে। হু হু করে কমছে গ্রাহক সংখ্যা।

TRAI-এর তরফ থেকে সম্প্রতি এপ্রিল মাসের টেলিকম সংস্থাগুলির পারফরম্যান্স প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট থেকেই জানা যাচ্ছে, Jio-র গ্রাহক সংখ্যা অনেক কমে গিয়েছে। মনে করা হচ্ছে, একাধিকবার রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার ফলেই এমন অবস্থা হচ্ছে এই টেলিকম সংস্থার।

ট্রাই-এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে, চলতি বছরের এপ্রিল মাসের আগে জিওর মোট গ্রাহক সংখ্যা ছিল ৩৭.৮৯ কোটি। কিন্তু এপ্রিল মাসে এই গ্রাহক সংখ্যা কমে দাঁড়ায় ৩৭.৮৮ কোটি। অর্থাৎ অল্প সময়ের মধ্যে এই টেলিকম সংস্থা এক লক্ষ সক্রিয় গ্রাহক হারায়। ট্রাই এর রিপোর্ট অনুযায়ী, এই সময়ে জিও তাদের ১৬ লক্ষ নতুন কানেকশন বিক্রি করলেও আখেরে এক লক্ষ সক্রিয় গ্রাহক হারিয়েছে। অর্থাৎ হিসেব অনুযায়ী ১৭ লক্ষ গ্রাহক এপ্রিল মাসে জিও ছেড়েছেন এবং ১৬ লক্ষ গ্রাহক জিওতে যুক্ত হয়েছেন।

তবে শুধু জিও নয়, এর পাশাপাশি সক্রিয় গ্রাহক হারিয়েছে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এয়ারটেলে ৩১ লক্ষ এবং ভোডাফোন আইডিয়া ৩৭ লক্ষ গ্রাহক হারিয়েছে এই সময়ের মধ্যে। এর পাশাপাশি রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL গ্রাহক হারিয়েছে ৫ লক্ষ। এখন প্রশ্ন হলো তাহলে এই সকল গ্রাহকরা যাচ্ছে কোথায়? আসলে রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়ার পর বহু গ্রাহক তাদের দ্বিতীয় সিম অথবা খুব একটা দরকার নেই এমন সিমগুলির ব্যবহার বন্ধ করে দিচ্ছেন।