দীপাবলির পরেই দাম বাড়তে পারে Jio, Airtel ও Vi -এর

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন ধরেই টেলিকম (Telecom Network) সংস্থাগুলি লোকসানের মুখে চলার দরুণ নিজেদের প্ল্যানের দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে। তবে সেই চিন্তাভাবনা করলেও তা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কিন্তু জানা যাচ্ছে আগামী দিন কয়েকের মধ্যেই Jio, Airtel ও Vi -এর মত প্রতিটি টেলিকম সংস্থা তাদের প্ল্যানে (Recharge Plan) পরিবর্তন আনতে চলেছে। দীপাবলীর পরেই তারা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়তে চলেছে।

সম্প্রতি Jio, Airtel ও Vi তাদের রিচার্জ প্ল্যানের পরিবর্তন করে দাম বাড়ানোর মূলে অবশ্য অন্য কারণ সামনে এসেছে। এইসকল টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যানের দাম বৃদ্ধি করার কারণ হিসাবে রয়েছে অ্যামাজন প্রাইমের (Amazon Prime) মেম্বারশিপের মূল্য বৃদ্ধি হওয়া। এরই পরিপ্রেক্ষিতে একাধিক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হচ্ছে এইসকল টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যানের মূল্য বাড়াতে পারে।

ওটিটি (OTT) প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম তাদের মেম্বারশিপের জন্য ৫০% দাম বৃদ্ধি করছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। ভারতে বার্ষিক প্ল্যানের ক্ষেত্রে আগে যেখানে সাবস্ক্রিপশন ৯৯৯ টাকা পড়তো আগামী দিনে তা পড়বে ১৪৯৯ টাকা। তিন মাসের ক্ষেত্রে যেখানে খরচ পড়তো ৩২৯ টাকা, তা আগামী দিনে পড়বে ৪৫৯ টাকা। একইভাবে মাসিক প্ল্যানের ক্ষেত্রে ১২৯ টাকার প্ল্যান বেড়ে দাঁড়াচ্ছে ১৭৯ টাকা।

এমত অবস্থায় ভারতের একাধিক টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানের সঙ্গে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন দিয়ে থাকে তুলনামূলক কম খরচে। মূলত অ্যামাজন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা এই অফার দিয়ে থাকে। কিন্তু সম্প্রতি অ্যামাজন প্রাইমের মূল্য বৃদ্ধি করার ঘোষণার পরেই এই সকল টেলিকম সংস্থার যারা তাদের রিচার্জ প্ল্যানের সঙ্গে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন দিয়ে থাকে তারা তাদের প্ল্যানের পরিবর্তন ঘটাচ্ছে। দাম বাড়ানো হচ্ছে প্ল্যানগুলির। এমনটাই দাবি করেছে বিভিন্ন টেক পোর্টাল।

যদিও এখনো পর্যন্ত এই সকল টেলিকম সংস্থা তাদের প্ল্যান পরিবর্তন করে মূল্যবৃদ্ধি করার ঘোষণা করেনি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই টেলিকম সংস্থাগুলি যারা অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন দিয়ে থাকত তাদের সাবস্ক্রিপশনের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে রিচার্জ প্ল্যানের পরিবর্তন করতেই হবে।