Jio-র ১৪৯ টাকা রিচার্জ প্ল্যানে বড় বদল, লাগবে না ৬ পয়সা

নিজস্ব প্রতিবেদন : আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ভারতের টেলিকম বাজারে এনেছিল বিপ্লব। জিও বাজারে আসার পর এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মত অন্যান্য টেলিকম সংস্থাগুলি প্রতিযোগিতায় কোণঠাসা হয়ে পড়ে। জিওর সস্তা অফারে লক্ষ লক্ষ গ্রাহক হারাতে থাকে তারা।

তবে অক্টোবর মাসে আম্বানির সংস্থা রিলায়েন্স জিও IUC চার্জ ঘোষণা করার পর অন্যান্য টেলিকম সংস্থাগুলি পাল্টা জিওকে কোণঠাসা করতে IUC চার্জ ছাড়াই যে কোন নেটওয়ার্কে কল করতে পারবেন এমন একের পর এক অফারের ঘোষণা করে। এরপরেও থেমে থাকেনি ঐসকল সংস্থা। প্রতি মাসেই নতুন নতুন প্ল্যান ঘোষণা করে Jio কে টেক্কা দিতে চমক দিচ্ছে।

আর এই পাল্টা প্রতিযোগিতায় চাপে পরে যায় জিও। জিওর অন্য নেটওয়ার্কে কলের দরুন মিনিটে ৬ পয়সা ঘোষণায় অজস্র গ্রাহক মুখ ফেরাতে শুরু করে জিও থেকে। তারা আবার এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া ও বিএসএনএলের মত নেটওয়ার্কে ফিরে যেতে শুরু করে। ফলে নিজেদের গ্রাহক ধরে রাখতে জিও আবার All in One প্ল্যান নিয়ে আসে বাজারে। নতুন রিচার্জ প্ল্যান হিসাবে বাজারে আনে ২২২ টাকা, ৩৩৩ টাকা, ৪৪৪ ও ৫৫৫ টাকার রিচার্জ প্ল্যান। কিন্তু এতেও বরফ গলেনি।ফলে জিও পুরাতন ১৪৯ টাকার রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে পরিবর্তন ঘটায়।

বর্তমানে ১৪৯ টাকা রিচার্জ করলে গ্রাহকদের আর আলাদা করে টপ-আপ ভরতে হবে না অন্য মোবাইলে কল করার জন্য। অর্থাৎ এই রিচার্জে গ্রাহকদের আর লাগছে না অন্য নেটওয়ার্কে কল করতে মিনিটে ৬ পয়সা। পরিবর্তে এই রিচার্জেই পাওয়া যাবে ৩০০ মিনিট অন্য নেটওয়ার্কে কল করার সুবিধা। ৩০০ মিনিট পেরিয়ে গেলে গ্রাহকদের ভরতে হবে টপ আপ। কিন্তু এই রিচার্জ প্ল্যানের বৈধতাতে কোপ দিয়েছে জিও। যেখানে আগে এই রিচার্জের ভ্যালিডিটি পাওয়া যেত ২৮ দিন, সেখানে এবার থেকে পাওয়া যাবে ২৪ দিন।