Jio গ্রাহকদের জন্য খারাপ খবর, ১০০ টাকা দাম বাড়লো এই প্ল্যানের

নিজস্ব প্রতিবেদন : দেশের জনপ্রিয় টেলিকম সংস্থা হিসাবে তালিকায় প্রথম স্থান দখল করেছে Jio। তবে এই টেলিকম সংস্থার গ্রাহকদের মধ্যে অসন্তোষেরও কমতি নেই। প্রতিদিন গ্রাহকদের জন্য নতুন নতুন অফার টেলিকম সংস্থার তরফ থেকে আনা হলেও বিভিন্ন কারণে গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেন।

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা নিয়ে যখন দেশের গ্রাহকদের মধ্যে প্রতিনিয়ত অসন্তোষ দানা বাঁধছে ঠিক সেই সময় আরও একটি খারাপ খবর দেওয়া হল সংস্থার তরফ থেকে। সংস্থার তরফ থেকে তাদের একটি প্ল্যানের দাম এক ধাক্কায় ১০০ টাকা বাড়িয়ে দেওয়া হলো। এক ধাক্কায় এতটা দাম বৃদ্ধি পাওয়ার ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত করতে শুরু করেছে জিও গ্রাহকদের।

সংস্থার তরফ থেকে কিছুদিন আগে পর্যন্ত নিজেদের ওয়েবসাইটে সর্বনিম্ন পোস্টপেইড প্ল্যান হিসাবে ১৯৯ টাকার উল্লেখ ছিল। কিন্তু হঠাৎ সেই প্ল্যানের দাম করা হয়েছে ২৯৯ টাকা। অর্থাৎ এক ধাক্কায় এই প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়েছে ১০০ টাকা। এক ধাক্কায় এতোটা খরচ বৃদ্ধি করে দেওয়ার ফলে মধ্যবিত্তদের পকেটে কোপ বসানো জিও তা নিয়ে কোন সন্দেহ নেই।

Jio-র ২৯৯ টাকার পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা ৩০ দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন আর তার সঙ্গে থাকে ভারতের যেকোন নেটওয়ার্কের আনলিমিটেড কলেজ সুবিধা। এর পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা। এছাড়াও গ্রাহকদের ৩০ জিবি হাই স্পিড ডেটা দেওয়া হয়ে থাকে।

আগে ১৯৯ টাকার যে পোস্টপেড প্ল্যান ছিল তাতে গ্রাহকদের দেওয়া হতো ৩০ দিন ভ্যালিডিটি এবং দেশের যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুবিধা ও প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধা। তবে ডেটার পরিমাণ দেওয়া হতো ২৫ জিবি।