Jio-র ধামাকা অফার, এক রিচার্জে চলবে দুটি সিম, সঙ্গে ইন্টারনেট, আনলিমিটেড কল

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সমস্ত টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা হল Jio। এই টেলিকম সংস্থা গ্রাহকদের এমন এমন অফার দিয়ে আসছে যা প্রতিনিয়ত গ্রাহকদের মন জয় করে চলেছে। এসবের পরিপ্রেক্ষিতেই এই টেলিকম সংস্থা সবার শেষে ব্যবসা করা শুরু করলেও শীর্ষস্থান দখল করে নিতে সক্ষম হয়েছে।

মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা বর্তমানে এমন একটি অফার নিয়ে এসেছে যাতে একটি মাত্র রিচার্জ করলেই দুটি সিম চালানো সম্ভব হবে। নতুন এই রিচার্জ প্ল্যান আনার ফলে গ্রাহকদের আলাদা আলাদা করে রিচার্জ করার প্রয়োজন হবে না। একটি প্ল্যান ব্যবহার করে নিজের এবং বাড়ির একটি নম্বর সক্রিয় রাখা সম্ভব।

জিওর তরফ থেকে এই যে প্ল্যানটি আনা হয়েছে সেটি ফ্যামিলি প্ল্যান হিসাবে পরিচিত। এই ধরনের সুবিধা পেতে হলে গ্রাহকদের ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান বেছে নিতে হবে। তবে এই প্ল্যানের সুবিধা পেতে হলে গ্রাহকদের দুটি নম্বরই হতে হবে পোস্ট পেইড। ৫৯৯ টাকার এই প্ল্যানে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে যা গ্রাহকদের খরচ অনেক কমিয়ে দেয়।

এই প্ল্যান যে সকল গ্রাহকরা বেছে নেবেন তারা মোট ১০০ জিবি ডেটা পাবেন। ১০০ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও গ্রাহকরা মাত্র ১০ টাকায় এক জিবি ডেটা পাবেন। এছাড়াও এতে রয়েছে ডেটা রোল ওভারের সুবিধা। অর্থাৎ কোন মাসে ১০০ জিবি ডেটা শেষ না হলে তা পরের মাসের জন্য ক্যারি ফরওয়ার্ড হবে।

এর পাশাপাশি রয়েছে ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। একসঙ্গে দুটি নম্বর থেকেই এই সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুযোগ। এছাড়াও গ্রাহকরা পাবেন নেটফ্লিক্স (মোবাইল প্ল্যান), অ্যামাজন প্রাইম, জিও টিভি, জিও সিকিউরিটির মতো অ্যাপস সাবস্ক্রিপশন বিনামূল্যে। পাশাপাশি যে সকল গ্রাহকদের 5G সাপোর্টেড ডিভাইস রয়েছে তারা 5G পরিষেবা পাবেন।