লঞ্চ হওয়ার আগেই দাম বাড়তে পারে JioPhone Next-এর

নিজস্ব প্রতিবেদন : রিলায়েন্স জিও টেলিকম সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেছিলেন, দেশের প্রতিটি নাগরিকদের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার জন্য সস্তায় আনতে চলেছেন JioPhone Next। এই ফোনের লঞ্চ হওয়ার দিন ছিল ১০ সেপ্টেম্বর অর্থাৎ গণেশ চতুর্থীর দিন। কিন্তু কোনো কারণবশত ওই দিন এই ফোন লঞ্চ হয়নি, বরং জল্পনা তৈরি হয়েছে এই ফোনের দাম বৃদ্ধি হতে পারে।

দাম বৃদ্ধি নিয়ে সংস্থার তরফ থেকে এখনও কিছু জানানো না হলেও সূত্র মারফত জানা যাচ্ছে, ফোনের যন্ত্রাংশের দাম ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় যন্ত্রাংশের যোগানের ক্ষেত্রে যে সময়সীমা ৬ থেকে ৮ সপ্তাহ ছিল তা বেড়ে ১৬ থেকে ১৮ সপ্তাহ হয়ে গিয়েছে। এই সময়সীমা বৃদ্ধির সঙ্গে দামের ক্ষেত্রে নানান পরিবর্তন হতে শুরু করেছে।

একাধিক টেক সাইট দাবি করছে, বর্তমান পরিস্থিতিতে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা JioPhone Next-এর দুটি ভ্যারিয়েন্ট আনতে পারে। এক্ষেত্রে সবথেকে কম দামের যে ফোনটি আসতে চলেছে তার দাম হতে পারে ৫০০০ টাকা। টপ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৭০০০ টাকা।

তবে এই সকল টেক সাইটগুলি আরও দাবি করছে ফোনের দাম যাই হোক না কেন মাত্র ১০ শতাংশ টাকা জমা করে গ্রাহকরা সেই ফোন কিনতে পারবেন। বাকি টাকা গ্রাহকদের মাসে মাসে কিস্তির মাধ্যমে শোধ করতে হবে। তবে এক্ষেত্রে গ্রাহকদের আলাদা করে সুদ গুণতে হবে কি না তা কোথাও স্পষ্ট করে বলা হয়নি। পাশাপাশি সংস্থার তরফ থেকেও এখনো পর্যন্ত এই সকল সংক্রান্ত কোনো বিবৃতি জারি করা হয়নি।

গণেশ চতুর্থীর দিন এই ফোন লঞ্চ হওয়ার কথা থাকলেও মুকেশ আম্বানির সংস্থা জিও এবং গুগোল যৌথভাবে বিবৃতি দিয়ে জানায়, নির্ধারিত সময়ে তাদের ফোন লঞ্চ করা সম্ভব হচ্ছে না। তবে এই ফোন দীপাবলীর সময় লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।