Jio গ্রাহকদের খারাপ খবর : ফ্রি কলের দিন শেষ, গুনতে হবে পয়সা

নিজস্ব প্রতিবেদন : জিও নেটওয়ার্ক থেকে বিনামূল্যে কল করার দিন শেষ হতে চলেছে। এবার জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফোন করতে গেলে গুনতে হবে আলাদা করে পয়সা, যার জন্য গ্রাহকদের ভরতে হবে টপ-আপ।

জিও একটি বিবৃতিতে জানিয়েছে, পরিষেবা চালুর পর গত ৩ বছরে জিওকে ভোডাফোন, এয়ারটেল ও আইডিয়াকে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ হিসাবে দিতে হয়েছে ১৩,৫০০ কোটি টাকা। আর এই ক্ষতি রুখতেই গ্রাহকদের কাছ থেকে নেওয়া হবে অন্য নেটওয়ার্কে কল করার জন্য টাকা।

তবে জিওর তরফ থেকে জানানো হয়েছে, নিজের নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ ট্রাই তুলে না দেওয়া পর্যন্ত জিও প্রতি মিনিটে ৬ পয়সা চার্জ নিবে। তবে নিজস্ব নেটওয়ার্ক অর্থাৎ জিও থেকে জিও কল করার জন্য কোন আলাদা চার্জ নেওয়া হবে না।

অর্থাৎ এবার থেকে জিও গ্রাহকদের নিজস্ব নেটওয়ার্ক থেকে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মত অন্য নেটওয়ার্কে কল করতে হলে আলাদা করে ভরতে হবে টপ আপ। সেই টপ আপ শুরু হবে ১০ টাকা থেকে এবং কল করার জন্য প্রতি মিনিটে ৬ পয়সা করে কাটা হবে। প্রিপেড ছাড়াও পোস্টপেড গ্রাহকদের ক্ষেত্রেও একই নিয়ম চালু হতে চলেছে। পোস্ট পেড গ্রাহকদের বাড়তি টাকা যোগ হবে বিলের সাথে। পুরো প্রক্রিয়াটি আগামীকাল থেকেই চালু হবে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত জিও বাজারে আসার পর প্রথম ছয় মাস বিনামূল্যে গ্রাহক পরিষেবা দিয়েছিল আনলিমিটেড কল, ১.৫ জীবী ডেটা এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএসের। পরে এই একই পরিষেবা চালু হয় ৩৯৯ টাকা এবং ১৪৯ টাকার প্ল্যানে। ৩৯৯ টাকায় পাওয়া যায় ৮৪ দিন আর ১৪৯ টাকায় পাওয়া যায় ২৮ দিন। এবার এই রিচার্জের সাথেও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে ফোন করার জন্য ভরতে হবে আলাদা করে টপ-আপ।